জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”.
পাঠক প্রস্তুত হয়ে নিন। একটা প্রচণ্ড বিস্ময় আপনার জন্য অপেক্ষা করছে।
আপনি শহর কিংবা গ্রামে থাকেন, আপনার ইচ্ছা অনুসারে।
“এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়" আপনার এখন সেই শ্রেষ্ঠ সময়। সারাক্ষণ টগবগ করে ফুটছেন।
আপনার সামনের, পেছনের, কিংবা দু’পাশের কোনো এক বাসায় বা ঘরে বাবা-মা, ভাই-বোনের সাথে থাকে কোনো এক ফুটফুটে বাচচা মেয়ে। আপনার তাকে জোনাক-মেয়ে বলতে ইচ্ছা হয়। মাত্র বছর দশেক বয়স।
অনেক বার আদর করেছেন তাকে – গাল টিপে দিয়ে, চুমু খেয়ে, সোনামনি, আপুমনি বলে।
একদিন সেই জোনাক মেয়ে আপনাকে কোনো এক দুপুরের নির্জনতায় ডাকবে ইশারায়। আপনি এগিয়ে যাবেন আগে যেভাবে যেতেন সেভাবেই। আদর করে তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করবেন, কী আপু? জোনাক মেয়ে তৎক্ষণাৎ আপনার হাতের উপরে তার গরম গালটি চেপে ধরে চোখ বুঝলে আপনি নিশ্চিত একটু অবাক হবেন। ভাববেন কি ব্যাপার এমন অস্বাভাবিক গরম কেন? জ্বর? আপনি যখন জানতে চাইবেন, কী হয়েছে আপু, জ্বর? স্বাস্থ্য খারাপ? জোনাক মেয়ে ঘাড় নাড়িয়ে দ্রুত ‘না’ জানালে তার ঘাড় নাড়ানোর ভঙ্গিতে আপনি আরও ব্যাপকমাত্রায় অবাক হবেন।
তাহলে!?
আপনার বিস্মিত প্রশ্নের কোনো জবাব না দিয়ে সে আপনার হাত ধরে টেনে ভিতরে নিয়ে গেলে অচিরেই আপনি টের পেয়ে যাবেন – জোনাক মেয়ে ছাড়া বাসায় আর কেউ নেই। আরও জানবেন সবাই নিমন্ত্রণে গেছে। জোনাক মেয়ের হঠাৎ শরীর খারাপ লাগায় সে যায় নি।
আপনি আরও একটু অবাক হবেনঃ আশ্চর্য অসুস্থ জোনাক মেয়েকে রেখে কিকরে সবাই নিমন্ত্রণে যায়!?
আপনি মমতায় জোনাক মেয়েকে কাছে টেনে চুমু খাবেন, আদর করে দেবেন। এবং জোনাক মেয়ের কাছে বাসার অন্যান্যদেরকে বেশ বকাবকি করবেন, তাকে এভাবে একা রেখে যাওয়ার বোকামির জন্য।
কিন্তু আপনি যখন জানবেন এটা জোনাক মেয়েরই চালাকি, সে-ই কৌশলে রয়ে গেছে। তার মোটেই স্বাস্থ্য খারাপ হয় নি। তখন আপনি হতবাক হয়ে যাবেন। আপনি জানতে চাইবেন, কেন সে এমন করেছে? জবাবে জোনাক মেয়ে আপনার দিকে কেমন করে, কেমন করে যেন তাকাবে! আপনার মন বিষম খাবে তৎক্ষণাৎ। সে যখন আপনার কোল ঘেঁষে এসে তাকে আদর করে দেওয়ার জন্য বলবে এবং ভয়ানক জোরে আপনাকে জড়িয়ে ধরবে আপনি আরও ভয়ানক ভাবে চমকে উঠে প্রশ্ন করবেন, এসব কী!? সে কিছু না বলে সরে দাঁড়াবে।
তার যেন বয়েই গেছে আপনার প্রশ্নের জবাব দিতে। আপনি দেখবেন রীতিমতো সে হাঁপাচ্ছে। হাঁপি দিতে দিতে সে যখন আপনাকে চোখ বন্ধ করতে বলবে আপনি প্রচণ্ড কৌতুহলে তার আদেশ পালন না করে আর পারবেনই না। কেননা আপনি ততক্ষণে কৌতুহলের আইনস্টাইন হয়ে উঠবেন।
তারপর যখন আপনাকে চোখ খুলতে বলা হবে আপনি দেখবেন আপনার সামনে একজন পরিপূর্ণ রমণী মোহনীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে।
চিরকাল যেভাবে তারা দাঁড়ায়।
আপনি শিউরে উঠবেন। কেঁপে-কেঁপে উঠবেন। জোনাক মেয়ে যখন আপনার হাত দুটি তার বুকে নিয়ে তার বড় হওয়ার প্রমাণ দেবে আপনি তখনও বিস্ময়াভিভূত হয়ে দেখবেন, আসলেই পৃথিবীর সবচেয়ে সুন্দর দুটি আপেল সে নিজের বুকে ধরে রেখেছে। কিভাবে এ সম্ভব আপনি কিছুতেই তা ভেবে পাবেন না।
নিজেকে আপনার এলোমেলো লাগবে। হিসাব মেলানোর আগেই আপনি যখন আবার জোনাক মেয়ের দুবাহুর মধ্যে আটকা পড়বেন তখন এমনিতেই আপনার সকল হিসাব উল্টে যেতে থাকবে।
আপনি টের পাবেন দুঃসাহসী দুটি হাত আপনার যত্র-তত্র অতিমাত্রায় ক্রিয়াশীল। সবশেষে আপনাকে প্রচণ্ড জাগিয়ে যখন সে মাদক ভঙ্গিতে শুয়ে পড়বে, জানি আপনাকে আর কিছুই বলতে হয় নি জোনাক মেয়ের।
পরিশিষ্টঃ গল্পটা বাস্তব একটি ঘটনার শিল্পীত রূপ।
বাস্তবে জোনাক মেয়েটা মাত্র ৮ বছরের ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।