সবার আগে দেশ -Country at First- খবরের কাগজগুলোতে সারি সারি লাশের ছবি । স্বজনহারা মানুষের বুকফাটা আহাজারি দেখে নিদারুণ এক কষ্ট আমাকে গ্রাস করেছে । আর কিছু ভাবতে পারছি না আমি, আমার সমগ্র ইন্দ্রিয়জুড়ে চেপে আছে এক অস্বাভাবিক অসাড়তা । আশুলিয়ার পোশাক কারখানায় ভয়াবহ আগুনে এবং চট্টগ্রামে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার ভেঙ্গে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের স্মরণে দু’ফোটা অশ্রু বিসর্জন দিয়েই আমি যখন ক্ষান্ত হব তখন আমাদের নেতারা এই নিষ্ঠুর মৃত্যুকে নিয়ে করবে অশ্লীল রাজনীতি । জানি তবুও মৃতদের বিদেহী আত্মা ষোল কোটি মানুষকে অভিশাপ দেবে না । কারণ এদেশটাকে তাদের মতো পরম ভালবাসা ও তিল তিল পরিশ্রমের মাধ্যমে সমৃদ্ধ করে না আর কেউ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।