আমাদের কথা খুঁজে নিন

   

লেডি অফিসার

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! লেডি অফিসার ---------------------------------- ড, রমিত আজাদ কাঁপিয়ে বসুমতি, বেগমতি, স্রোতস্বতী, বিদ্যুৎ ঝলকে আচমকা চমকি, ধাঁধিয়ে নয়ন চলেছে প্রমত্তা, উন্নত শীর, তীক্ষ্ণ চাহনীর এ যেন পৃথক সত্তা। অপরূপ সাজে শোভিত কায়া, কঠিন উর্দির দেহভার, দৃপ্ত পদক্ষেপে বীর-বীরাঙ্গনা, নির্ভিক লেডি অফিসার। রণবাদ্যের সুরে টগবগে ফোটে তোমার সৈনিক রক্ত, শপথ নিয়েছ রক্ষা করবে ভায়ের জীবন সত্য। কাঁধে নিয়েছ কঠিন দায়িত্ব স্বদেশের স্বাধীনতা, যে কোন মূল্যে করবে রক্ষা জাতির নিরাপত্তা। তুমি বেছে নিলে এক দুর্গম ঝড়ো পথ, আর দশজন রমণীর চাইতে ভিন্ন ভবিষ্যৎ।

মায়াগৃহ ছেড়ে সেনা ছাউনিকে করেছ নিজের আশ্রয়, প্রখর রোদে, তুহীন শীতে, বর্ষার জলে নিশ্চয়। এত কিছুর পরেও তোমার হৃদয়ে কোমল একটি নারী, নির্জনতায়, বিষন্নতায়, একাকিত্বে ভেজে অশ্রুসিক্ত শাড়ী। জানি তবু জানি, নারীর হৃদয় তব নির্দয় নয়, হৃদয়ের আকুলতায়, জীবনের মুখরতায়, আবেগের গভীরতা চায়। তুমিও দেখো রাতের আকাশে সাজানো রঙিন চাঁদ, তুমিও চাও মেহেদীর রঙে রাঙাতে তোমার হাত। বনে নয় মনে দেয় দোলা কোন বৃস্টির ধোয়া, ছন্দের গান চায়, শিশিরের ঝংকারে প্রেমিকের মধু ছোঁয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।