আমাদের কথা খুঁজে নিন

   

লেডি ম্যাকবেথ

ওলি

চরিত্র চিত্রনে শেকসপীয়রের জুড়ি মেলা ভার একথা বোধহয় সবাই স্বীকার করবেন । মানব-চরিত্রের প্রায় সব দিক নিয়েই তিনি নাড়াচাড়া করেছেন অবলীলায় । দ্বিধা-দ্বন্দের দোলায় আমরা সবাই জীবনে কোন না কোন সময় হ্যামলেটের ভূমিকা পালন করি । "To be or not to be" এই প্রশ্ন আমাদের মনে ঘুরপাকখায় যখনই কোন জটিল সিদ্ধান্তের মুখোমুখি হই আমরা । মানব চরিত্রের playful, erring, loving, jealous and struggling চরিত্রের কোনটার রূপায়ন নেই শেকসপীয়রের নাটকে ।

তবে, আমি উচ্চাকাংখা চিত্রণে শেকসপীয়রের একটি চরিত্র সম্পর্কে সামান্য আলোকপাত করব । অনেক বিদগ্ধ পাঠক হয়ত ইতিমধ্যে বুঝে ফেলেছন যে আমি ম্যাকবেথর দিকেই ইংগিত করেছি । রাজনৈতিক উচ্চাকাংখা যেভাবে ম্যাকবেথে শেকসপীয়র ফুটিয়ে তোলেছেন তা সত্যিই অনন্য । শুধু ম্যাকবেথ কেন, লেডি ম্যাকবেথের চরিত্র রূপায়নে শেকসপীয়র মারাত্মক মুন্সিয়ানা দেখিয়েছেন । এমনকি আজকের দিনে ও ক্ষমতার শীর্ষকেন্দ্র পাদপ্রদীপের আলোয় স্বামীর পাশে ক্ষমতাশালী নারীদের লেডি ম্যাকবেথের তকমা জুটে ।

লেডি চসেস্কু থেকে শুরূ করে শুরূ করে মিরজানা এমনকি হিলারিকে পর্যন্ত বিরোধীরা লেডি ম্যাকবেথ টাইটেল দিতে কসুর করেননি । হিলারিকে রিপাবলিকানদের একটি অংশ লেডি ম্যাকবেথ বলে আখ্যায়িত করে স্বামীর উচ্চাকাংখার যোগ্য সহচর হওয়ার কারণে । স্বামী ক্লিনটনের নির্বাচিত হওয়ার পেছনে তার অবদান ছিল ব্যাপক । মিসেস রূজভেল্ট ছাড়া তার মতো এত ক্ষমতাশালী কোন ফাস্ট লেডী সাদা ঘরে নিবাস গড়েননি । তিনি যথন ক্লি্নটনের স্ত্রী হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন, তখন আইনজীবী হিসেবে তিনি পেশার শীর্ষে ।

মনিকা কেলেংকারিতে যখন তার প্রসিডেন্সির যায় যায় দশা, তখন হিলারির ভূমিকা তাকে বাচিয়ে দেয় সে যাত্রা । তবে, লেডি ম্যাকবেথ হিসেবে ইদানিংকালে সবচেয়ে কুখ্যাতি অর্জন করেছিলেন মিরজানা মার্কোভিক । যুদ্ধাপরাধী সার্ব নেতা স্লোভেদান মিলোসভিককে ন্যাটোর সাথে যুদ্ধে যেতে তিনি প্ররোচিত করেন । এমনকি যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে তার বিরূদ্ধে । অবশ্য, ম্যাকবেথ নাটকে স্ত্রীর মৃত্যু ম্যাকবেথকে জীবন সম্পর্কে হতাশায় নিমজ্জিত করে গভীরভাবে ।

জীবনের অসারতা সম্পর্কে তার জবানীতে বেরিয়ে আসে দারূণ ফিলোসফিক পর্যবেক্ষণ : Life's but a walking shadow, a poor player, that struts and frets his hour upon the stage, and then is heard no more; it is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing.. আমাদের দেশের রাজনৈতিক রঙ্গমঞ্চে কি আমরা লেডি ম্যাকবেথ দেখতে পাই ? হোমো এরশাদের নারীরা কি কেউ এই উচ্চতায় পৌছাতে পেরেছিলেন ? পাঠকরাই ভাল বলতে পারবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।