বুকের ভেতর বহু দূরের পথ...
‘ওহ মাই গশ! উই আর সো স্টানড উই ওয়্যার ওয়াকিং অন দ্য রং ডিরেকশন’।
পাঁচ পাঁচটি গ্র্যামি হাতে নিয়ে লেডি অ্যান্টিবেলাম ব্যান্ডের সদস্য হিলারি স্কটের অভিব্যক্তি ছিল এরকমই। হতেই হবে। ৫৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ছিল এই কান্ট্রি ব্যান্ডের জয়জয়কার। এ বছর বিশ্বসঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ড নাইটে তিনিশির এ ব্যান্ডটি 'নিড ইউ নাউ' গানের জন্য সং অব দ্য ইয়ার ও রেকর্ড অব দ্য ইয়ার, সেরা কান্ট্রি সং, সেরা কান্ট্রি মিউজিক অ্যালবামসহ সর্বাধিক পাঁচটি শাখায় পুরস্কার জিতে নেয়।
পুরস্কার পাওয়ার পর ব্যান্ডের সদস্যরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'আমরা যেন মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছি!'
'লেডি অ্যান্টিবেলাম' গঠিত হয় ২০০৬ সালে। তিনিশির ন্যাশভিলে। দলটির সদস্য মাত্র তিনজন- চার্লস কেলি (লিড ও ব্যাকগ্রাউন্ড ভোকাল), ডেভ হেউড (ব্যাকগ্রাউন্ড ভোকাল, গিটার, পিয়ানো, ম্যান্ডোলিন)এবং হিলারি স্কট (লিড ও ব্যাকগ্রাউন্ড ভোকাল)।
২০০৭ সালে লেডি অ্যান্টিবেলাম জিম ব্রিকম্যানের 'নেভার অ্যালোন' গানে অতিথি শিল্পী হিসেবে কাজ করে। একই বছর ব্যান্ডটি তাদের প্রথম মৌলিক গান লাভ ডোন্ট লিভ হেয়ার এর মাধ্যমে পাদপ্রদীপের আলোয় আসে।
গানটি বিলবোর্ড হট কান্ট্রি সং চার্টে তিন নম্বরে জায়গা করে নেয়। ২০০৮ সালে তাদের প্রথম অ্যালবাম লেডি অ্যান্টিবেলাম-এ গানটি অন্তর্ভুক্ত হয়। একই বছর ব্যান্ডটির দ্বিতীয় সিঙ্গেল লুকিং ফর অ্যা গুড টাইম বিলবোর্ড চার্টে ১১ নম্বরে জায়গা করে নেয়। ব্যান্ডটির তৃতীয় সিঙ্গেল আই রান টু ইউ ২০০৯ সালের জুলাইয়ে চার্টের এক নম্বর জায়গা দখল করে। ২০০৯ সালে এ গানের জন্যই বেস্ট কান্ট্রি পারফরম্যান্স বিভাগে ব্যান্ডটি প্রথম গ্র্যামি জেতে।
ব্যান্ডের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম নিড ইউ নাউ বাজারে আসে গত বছর। অ্যালবামের শিরোনাম সংগীত নিড ইউ নাউ দর্শক ও সমালোচকদের কাছে দারুন প্রশংসা কুড়িয়েছে। লেডি অ্যান্টিবেলামের এখন পর্যন্ত স্টুডিও অ্যালবাম দুইটি- ‘লেডি অ্যান্টিবেলাম’ (২০০৮) ও ‘নিড ইউ নাউ’ (২০১০)
নিড ইউ নাউ গানটির লিরিক
[Verse 1 - Hillary Scott]
Picture-perfect memories scattered all around the floor
Reaching for the phone 'cause I can't fight it anymore
[Pre-Chorus]
And I wonder if I ever cross your mind?
For me it happens all the time
[Chorus 1]
It's a quarter after one, I'm all alone and I need you now
Said I wouldn't call, but I lost all control and I need you now
And I don't know how I can do without
I just need you now
[Verse 2 - Charles Kelley]
Another shot of whiskey, can't stop looking at the door
Wishing you'd come sweeping in the way you did before
[Pre-Chorus]
And I wonder if I ever cross your mind?
For me it happens all the time
[Chorus 2]
It's a quarter after one, I'm a little drunk and I need you now
Said I wouldn't call but I lost all control and I need you now
And I don't know how I can do without
I just need you now
[Kelley]
Oh whoa
[Bridge]
Yes I'd rather hurt than feel nothing at all
[Chorus 3]
It's a quarter after one, I'm all alone and I need you now
And I said I wouldn't call but I'm a little drunk and I need you now
And I don't know how I can do without
I just need you now
I just need you now
[Scott]
Oh baby I need you now
(দৈনিক সমকালে পূর্বে প্রকাশিত) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।