আমি তোমাদের গান গাই
মনে হয় জুকারবার্গ ভুল ক্রমে ফেইস বুক নামটা রাখছেন,নইলে এটার অবস্থা এমন কেন? নারীদের ছবি দেখলেই লাইক/কমেন্টস/শেয়ার এর হিরিক পইরা যায়। নামটা লেডি বুক হইলে কাজে কর্মে মিল থাকতো। আর তিনি তো আর ভাবেননি যে তাহার বানানো সামাজিক এই প্রতিষ্ঠানটি ব্যবহার করে প্রায় পুরুষেই হিজরা সেজে যাবে। আসলে কিছু মানুষ আছে সমাজে, যারা অন্যের তোষামোদ করে,পা ছাটে নিজেকে উপরে তুলতে চায়। কেবল মাত্র সেই সব পুরুষেই নিজেকে যেকোনো অবস্থানে নিতে একটুও চিন্তা করেনা।
অবাক হই কিছু পোস্ট দেখে,সুন্দরি কোন নারির ছবি প্রফাইলে থাকলেই কোন কথা নয় পিপিলিকার মত লাইন ধরে ছুটে। 80% নারী ছবির আইডি পুরুষের। ওয়ালে যে স্টাইলিশ ভাবে লিখে তাতেই লোভী মানুষগুলো লেজ নারতে নারতে উনাদের সামনে হাজির লাইক,কমেন্টস,আর শেয়ার নিয়ে । ভাল ভাল অনেক কথার পোষ্টগুলু হারিয়ে যায় অতল তলে। আমার চাইতে বেশি জানা আছে এই বিষয়ে সবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।