আমাদের কথা খুঁজে নিন

   

---------আফগান কবিতা--------

বাঙলা কবিতা কবিতা : মন বলছে সমস্ত তারকারাজি... কবি : ফরীদ মারোফ ---------আফগান কবিতা-------- মন বলছে, সমস্ত তারকারাজি সরে গেছে পলাতকা এক মহাবিশ্বের পথে আর এই শহর, এক নির্বাক শহর; কোনও কিছুই দেখতে পাচ্ছি না কেবল ওই ফ্যাকাশে প্রাচীন মূর্তিগুলো ছাড়া মনে হচ্ছে, মৃত আমি এবং অন্ধকার রাত অব্যাহত রেখেছে তার বিষাদগ্রস্ত অন্ধকার পথচলা, সেই পথ খানাখন্দময় ও ফাঁদে ভরা আর লহমায় গলাধঃকরণ করে পথচারীদের আমার সমুদয় স্মৃতি চলে যাচ্ছে আমারই চোখের সামনে দিয়ে কোনও শব্দ নেই; শ্রবণ বিশ্রাম নিচ্ছে। দেখতে চাইছি অনেক কিছুই, কিন্তু ফুটছে না কোনই দৃশ্য আর আমার শরীরের সমস্ত শক্তি এমনকি একটা ধূলিকণা ওল্টাতেও সক্ষম নয় । কল্পনার চোখে দেখছি, নিষ্প্রাণ আমার দেহখানি ঘিরে আন্দোলিত হচ্ছে গোটা দুনিয়া, এবং ভূগর্ভের প্রতিটি ফাটল থেকে আমার দিকে বাড়িয়ে ধরা একেকটি হাত ভিখারীর মত করুণা চাইছে, কনকনে শীত, আমার পথের ওপর দিয়ে বইছে হাওয়া, কে এমন আছে যে, এখানে, আমার এই বিবর্ণ মুখ দেখে আঁতকে উঠবে না ভয়ে? আর্তনাদ করছি আমি এটাই কি সময় নয়, এই অন্ধকূপের দোরগুলো বন্ধ করার? জীবনের জন্য পিপাসার্ত এই ভূদেশে আকাশকে বর্ষণে নেমে আসতে বলার? প্রতিধ্বনিত হচ্ছে কণ্ঠস্বর আমার, থেমে গেছে বায়ুপ্রবাহ, বহু দূরে গান গেয়ে উঠছে একটা পাখি এই রাত্রিকে জানাচ্ছে বিদায় আর আমার নিথর নিষ্প্রাণ দেহখানি পড়ে আছে ঠাঁয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।