আমাদের কথা খুঁজে নিন

   

আফগান আইন: দিন দিন হয়ে উঠছে আরও বেশি নারীবিরোধী ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
হামিদ কারজাই। আফগানিস্থানের প্রেসিডেন্ট। নারীবিরোধী সমস্ত নষ্ট সিদ্ধান্তের মূল হোতা; এর কারণও রয়েছে।

কয়েক দিন পরই আফগানিস্থানে নির্বাচন। পুরুষ সমর্থকদের খুশি করতে নতুন নতুন সব নারীবিরোধী আইন করেছেন তিনি। এর আগে তিনি ‘বৈবাহিক ধর্ষনের’ অনুমোদন দিয়েছেন। যেটি গত ২৭ জুলাই থেকে কার্যকর হয়েছে। হামিদ কারজাই এখন নারীকে ক্ষুধার্ত রাখার আইনটিও বৈধ করতে চলেছেন।

হ্যাঁ, আফগান নারী দৈহিক মিলনে অস্বীকৃতি জানালে তার স্বামীটি স্ত্রীর খাবার বন্ধ করে দিতে পারে! অবশ্য আইনটি প্রযোজ্য হবে কেবলি শিয়া সম্প্রদায়ের নারীদের ওপর । শিয়ারা আফগানিস্থানের জনসংখ্যার ২০%। সম্প্রদায়টি সংখ্যার দিক থেকে লঘু হলেও বরাবরই জাতীয় নির্বাচনের ইতি কি নেতিবাচক প্রভাব রাখে। আগস্টের কুড়ি তারিখে নির্বাচন। হামিদ কারজাই শিয়াদের (আসলে শিয়া পুরুষের ) মন জয় করতে চান।

নির্বাচনে জয়যুক্ত হতে হলে শিয়া পুরুষদের হাতে রাখতেই হবে! কাজেই এখন থেকে শিয়া পুরুষরা ... permitted to “withdraw basic maintenance” from their wives for refusing to sleep with them, according to Human Rights Watch. এই একই আইনে শিশুর অভিবাকত্বের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকেই। এর মানে, বিবাহবিচ্ছেদের পর নারী তার সন্তানের লালনপালনের ওপর অধিকার হারাবে! উপরোন্ত, ঘরের বাইরে কাজ করতে চাইলে স্বামীর অনুমতি নিতে হবে শিয়া আফগান নারীকে... প্রতিবাদ আরও আছে। শিয়া আফগান নারীকে ধর্ষন করলেও সমস্যা নাই। কেননা-কারজাইয়ের আইনটি allows a rapist to avoid prosecution by paying “blood money” to his female victim. হলে আর সমস্যা কি? এসব কারণেই হিউম্যান রাইটস ওয়াচএর এশিয়া শাখার পরিচালক ব্রাড অ্যাডামস্ বলেছেন: “The rights of Afghan women are being ripped up by powerful men who are using women as pawns in maneuvers to gain power. These kinds of barbaric laws were supposed to have been relegated to the past with the overthrow of the Taliban in 2001, yet Karzai has revived them and given them his official stamp of approval.” শিয়া আফগান মেয়ে শিশু। কি এর ভবিষ্যৎ? পুরো খবরটা পড়তে এখানে ক্লিক করুন Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।