soroishwarja@yahoo.com
আয়না
একটা জীবন তাকিয়ে থেকেছি নির্বাসনের আয়নায়
বিভোর হয়ে নিজের প্রতিবিম্বই দেখেছি শুধু
শোনো_
আমি এসেছি আক্কেলের অবিরাম সংঘাত থেকে
শূন্যতার মানে আমি ভালো করেই জানি।
এক বর্ণিল সকাল
আমি তাকে চুমু খেলাম_
শিউরে উঠল তার সারা শরীর
বাতাসে দোলা ফুলেল খুবানি শাখার মতো
জলের ওপর কম্পমান চাঁদের মতো, তারার মতো
আমি তাকে চুমু খেলাম_
শিউরে উঠল তার সারা শরীর
তার গালে ফুটল এক রং
আরেক রং তার দৃষ্টিতে
আর তার নরম হৃদয় থেকে সূর্য উঠল
শেষ হল অপেক্ষার এক হাজার এক রাত
আর এক বর্ণিল সকালে
ভালবাসার মানের সঙ্গে হল আমার শয্যা ভাগাভাগি
[আফগান কবি নাসরুল্লাহ পারতৌ নাদেরির জন্ম ১৯৫২ সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জেরশাহ বাবা গ্রামে। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন গ্রামের বিদ্যালয়েই। ১৯৭০ সালে তিনি কাবুলের শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে স্নাতক হন। তখন থেকেই কবিতা লেখা শুরু।
পরে কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক হন। কমিউনিস্ট আফগান শাসনের বিরোধিতার কারণে অনেক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীর মতো তাকেও কারাগারে যেতে হয়েছে। বিখ্যাত পুল-ই-চারখি কারাগারে ঠাঁই হয় তার। ১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত ছিলেন কারাগারে। এরপর ১৯৯৭ সালে পালিয়ে পাকিস্তানে চলে যান।
যোগ দেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের দারি গ্রোগ্রামে। ২০০২ পর্যন্ত তিনি কাজ করেন বিবিসিতে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। আফগান কবিতায় ঐতিহ্য, আধুনিকতা ও সমসাময়িক পরিস্থিতির মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।