আমাদের কথা খুঁজে নিন

   

আফগান কবি আহমাদ শাহ দুররানির কবিতা

soroishwarja@yahoo.com

জাতিপ্রেম রক্তের সূত্রে তোমার ভালবাসায় ডুবে আছি, তোমার জন্য যুবকরা তাদের মাথা দিয়েছে। তোমার কাছে আমার হৃদয় পায় আরাম, দূরে গেলে কষ্ট এসে সাপের মতো জড়ায়। পর্বত-উঁচু আফগান স্বভূমিকে মনে হলে দিল্লির সিংহাসনও আমি ভুলে যাই। সারা দুনিয়া ও তুমি_ বেছে নিতে হলে তোমার নিস্ফলা মরু নিতে দ্বিধা করব না। [পশতু ভাষার আফগান কবি আহমাদ শাহ দুররানি (১৭২৩-১৭৭৩)।

দুররানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমাদ শাহ দুররানির জন্ম নাম আহমাদ খান আবদালি। তিনি আহমাদ শাহ আবদালি নামেও পরিচিত ছিলেন। দুররানি সাম্রাজ্য ‘আফগান সাম্রাজ্য’ হিসেবেও পরিচিত। আফগানিস্তান, পাকিস্তান, পাঞ্জাবের কিছু অংশ, ইরানের উত্তর-পূর্বাঞ্চল জুড়ে ছিল এ সাম্রাজ্য। পশতু আফগানরা তাকে বলত ‘বাবা’।

বর্তমান পাকিস্তানের মূলতানে ছিল তার জন্ম। ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।