কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। ভাষা আন্দোলনের ৬০ বৎসর পূর্তি উপলক্ষে দশ লাখ পিস স্মারক নোট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ স্মারক নোট অবমুক্ত করবেন বিশিষ্ট চিত্রশিল্পী মুর্তজা বশীর। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ কথা জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বাক্ষরিত ১৩০ মিমি × ৬০মিমি পরিমাপের এ স্মারক নোটের এক পিঠে ডানে ওপরের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি এবং প্রতিকৃতির নিচে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ এ পঙক্তিমালা লেখা রয়েছে। নোটের একই পিঠে বাম দিকের নিচে কর্নারে ‘ভাষা আন্দালনের ৬০ বছর’ এবং ওপরের দিকে ‘বাংলাদেশ ব্যাংক’ মুদ্রিত রয়েছে। আরো বিস্তারিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।