আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারক লিপি



সপ্তাহ ধরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুর রুটের মিনিবাস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারক লিপি সপ্তাহ ধরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুর রুটের মিনিবাস বন্ধ থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারক লিপি দিয়েছে ৩ উপজেলাবাসী। সপ্তাহ ধরে বাস বন্ধ থাকার ফলে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ি উপজেলার হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছে। জানা গেছে, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির পরিচালনায় গত ২বছর যাবত সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারী থেকে ২১টি মেইল বাস প্রতিদিন কুড়িগ্রাম হয়ে রংপুর যাতায়ত করছিল। এতে উত্তর ধরলা নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও পুলবাড়ি উপজেলার কয়েক লক্ষ মানুষের যাতায়ত। এই রুটে বিশেষ করে কারমাইকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসা সেবা নেয়ার মানুষজনের যাতায়ত বেশি।

গত ১ জানুয়ারি এক পত্রের মাধ্যমে কুড়িগ্রাম মটর মালিক সমিতি ও কুড়িগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ৬ জানুয়ারি থেকে এই রুটে মেইল বাস চলাচল বন্ধের নির্দেশ দেয় নাগেশ্বরীস্থ কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিকে। কিন্তু তারপরও ভূরুঙ্গামারী-রংপুর রুটে বাস চলতে থাকলে ৬ জানুয়ারী মালিক গ্রুপ ও মালিক সমিতির লোকজন কুড়িগ্রাম কেন্দ্রীয় টার্মিনালের সামনে মহাসড়কের ঐ রুটের বাস থামিয়ে বন্ধ করে দেয়। ফলে রোববার পুনরায় বাস চালুর দাবিতে নাগেশ্বরী বনিক সমিতির আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বনিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বাদল, প্রভাষক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম প্রমূখ। পরে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম মটর মালিক সমিতি ও পরিবহন মলিক গ্রুপের সাথে কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির অন্ত:দ্বন্দের কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাস চালু করা ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।