পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... আমি বিদ্রোহ করতে পিছপা হব না। কিন্তু একা এ আন্দোলন সম্ভব নয়।
আমি ২১শে ফেব্রুয়ারীতে শহীদ হতে চাই।
৮ই ফাল্গুন১৪১৮ বঙ্গাব্দ,২১শে ফেব্রুয়ারি,২০১১।
ঠিক শহীদ মিনারের সামনেই।
বেশি কিছু করবো না।
সবাই যখন ফুলের তোড়া নিয়ে আসবে তখন আমি আজকের বিপিএল এর অনুষ্ঠানের মত হিন্দি গান আর নাচের উৎসব করতে চাই।
আর সেখেত্রে গুলি বর্ষন খুব স্বাভাবিক বলেই মনে হবে।
আসলে একটা গনজাগরন দরকার। যে গন আন্দোলনে আমাদের লাশ না পড়লে এ দেশে সত্যিকারের জাতীয়তাবোধ কখনোই জেগে উঠতে পারবে বলে মনে হয় না।
আমি লাশ হতে রাজি আছি। কিন্তু যে দেশের মানুষ দুশো বছর ব্রিটিশদের শোষনের ইটিহাস দেখেছে, ২৪ বছর পাকিস্তানিদের অন্যায় দেখেছে, আর স্বাধীন দেশে নিজেদের স্বার্থ উদ্ধার করতে নিজেদের মধ্যেই হায়েনার হিংস্রতা নিয়ে এসেছে,নিজেদের সমাজ,সংস্কৃতি আর জাতীয়তাবোধ,ইতিহাস ভুলে গিয়ে নিজেদের স্বার্থ নিয়ে মগ্ন,রাজনৈতিক যাতাকলে কোন ভাবে নিজেকে কুকুর বেড়ালের মত বাঁচিয়ে রাখতে অভ্যস্ত হয়ে উঠেছে, তাদের কাছে আমার একটা লাশ কি বলার মত কিছু? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।