যে যাবার যাক বিস্মৃতির পথে। সীমাবদ্ধ বৃত্তের বিবরে । আমি তো দাঁড়িয়ে আছি যমুনার তীরে রক্তাপ্লুত ইতিহাস প্রজন্মের পাপ ক্ষয়ে ক্ষয়ে কারা তবু অনায়াসে কুরুক্ষেত্র,কুরুক্ষেত্র খেলে ! আমার স্বদেশ আজ তবে সংশয়ের দোলাচলে দোলে ঝুলন্ত ঝালরের উপর ঝুলন্ত সন্ধ্যার মতো ঝুলে! কী যেন স্তব্ধতা, কী যেন স্থবির হাওয়া শুধু বোলচালে শুধু বোলচালে মূক হয়ে থাকে। আমি তবু থাকবো আজন্ম লালিত যমুনার তীরে যে যাবার যাক-হুজুগ কি সুযোগের দলে- আমার পাঁজর ঘেঁষে রক্তাক্ত মাটি কেঁপে কেঁপে ওঠে গড়িয়ে নামে ক্ষরণলিপি । শান্ত । শব্দহীন। যে যাবার যাক অমসৃণ পথে আমি ঠিক থেকে যাব বৃ্ষ্টি, মেঘ, দিগভ্রান্ত ঝড়ের কবলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।