আমার অনুভুতি রা কই?
হারিয়ে গেছে ?
জানি না
তাহলে?
মনে হয় মারা গেছে ।
এ ও কি সম্ভব?
হারাতে পারলে মরতে অসুবিধা কি?
হারানো সব কিছু ফিরে পাওয়া যেতে পারে।
সত্যি?
হমম । তোমার কি হয়েছে ?
আমার কিছুই ভাল লাগে না, আজ আমি অনেক্ষন কেঁদেছি ,কেন কেদেছি ভুলে গেসি ,কাঁদার পর মন টা অনেক হালকা হয়েছে । কিন্তু আমি একদম ই মনে করতে পারসি না কেন কেদেছি ।
ও আজ আসেনি বলে কি তুমি কেঁদেছো?
ও? ও কে?
তোমার মনে নাই?
নাহ,বল্লাম না,আমার অনুভুতি রা মারা গেছে।
মিথ্যা কথা,তোমার মনে আছে।
সত্যি বলছি
নাহ, তুমি সত্য কে অস্বীকার করতে চাচ্ছ
নাহ
তাহলে বল আমি কে?
কে তুমি?
আমি তোমার অনুভুতি ।
কি ভাবে সম্ভব?ওরা বলেছে তুমি নাকি মারা গেছ। চিরদিন এর মত।
আর আসবে না তুমি।
আমি মারা যাইনি, ক্ষণিকের জন্য হারিয়ে গেছিলাম ।
কেন হারালে তুমি?কিভাবে?
সকালে তুমি মায়ের সাথে ঝগড়া করে ছিলে। মায়ের কথা না শুনে তুমি অর জন্য কফি হাউজে অপেক্ষা করছিলে তুমি,কিন্তু অ আসে নি
তুমি কাদতে কাদতে রাস্তা ক্রস যখন চলে আসছিলে, তুমি অই গাড়ি কে দেক্তে পাওনি । ।
কি? এত কিছু হল,আমার কিছুই মনে নাই কেন?
তুমি চেষ্টা কর।
আমি মায়ের সাথে এমন করতে পেরেছিলাম?
তুমি করেসিলে।
আমার কষ্ট হচ্ছে।
কি?
আমি পারছি না
তুমি পারবে
আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে । ।
আমার দম আটকে আসছে
না,না তুমি পারবে। । তুমি হাল ছেঁড় না
মা, মা, তুমি কোথায় মা ? মা,মা গো , দোহাই তুমার, আমায় একটু ধর
মাআআ। । ও মাআ ।
। আমার কিছুই মনে নাই মা। । আমায় ক্ষমা কর মা । ।
ও মা , মা গো আমার বুকে খুব কষ্ট হচ্ছে মা। । ও মা,তুমি কই মা? মা, আমায় ওরা নিয়ে যেতে চাচ্ছে । ও মা মা মা .। .।
.। । মা আমার কান্না পাচ্ছে মা.। মাআ তুমি কি শুনছো না মা? মা মা একবার আমায় আদর কর মা। ।
মা গো তুমার মুখ আমি দেক্তে পাচ্ছি না মা। । ও মাআআঅ। । মা তুমি চলে যেও না মা,মা গো ।
। মাআ ,আমি কাদছি,দেখ মা আমি কাঁদছি । । মাআআ। মাআআ মা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।