এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। লেখালেখি ছেড়ে দিচ্ছি। আরাধনায় না হলে ফিরে যাওয়াই সুখ। আমিও ফিরে যাবো - তোর বেদনা বোধনের জন্য এটাই শেষ অস্ত্র ছিল।
বেদনাবোধ কিংবা করুণা কোনোটাই পাথরে জমে না।
তোর নিঃশ্বাসের ঘ্রাণ পাই শহরের ভিড়ে ঢুকেই
এ লোভে প্রতি ভোরে পদব্রজে নামি
সারাদিন হেঁটে হেঁটে তোর জানালার কিনারে এলে সূর্যের আগুনে চোখ গলে যায়
সন্ধ্যার ডামাডোলে ফুঁসে উঠলে নাগরিক রোমান্স
নিস্তরঙ্গ অন্ধকারে ছত্রাকের খোয়ারে শরীর মুড়িয়ে মরে থাকি
তবু তোর নিঃশ্বাসের ঘ্রাণে বুঁদ হয়ে বেঁচে যাই প্রতিটা ভোরে, আর তোকে দেখবার লোভে
দিঘল যাত্রায় পদব্রজে নামি। এ শহর মনে রাখে না কাউকে। সকাল ও দুপুরের পদচিহ্ন গোধূলিতে মিশে যায় কূলটা ধুলোয়।
আমিও ফিরে যাবো- শহর থেকে অনেক দূরে, দেশ থেকে অকূল অরণ্যের দেশে।
প্রশান্ত নীলনদ, ইতিহাসের মমি, সভ্যতার জন্য যুদ্ধ- অবিরাম অধীর হাত নেড়ে আমাকে ডাকে।
আর তো কটা দিন তোর জানালার পাশে। তারপর তোর নিঃশ্বাসের ঘ্রাণ আর কখনোই আমাকে ছোঁবে না।
* ২ জুলাই ২০১০ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।