আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধে যাবার সময় যখন হয় ।

যুদ্ধে যাবার সময় কখন হয় বাঙালীর চেয়ে বেশী কেউ কী জানে? যখন পাকিস্তানীরা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল- আমরা ২১শের জন্ম দিয়েছিলাম। চাকরীতে, ব্যবসায় যখন আমরা তাদের স্বেচ্ছাচারীতার স্বীকার হয়েছিলাম, যখন ওরা ঢাকার রাস্তায় লাশের পরে লাশ ফেলত নির্বিচারে, যখন ওরা আমাদের ভাগ্য নিয়ে খেলত তখন আমরা ৭১ এনেছিলাম, রক্ত দিয়েছি । আজ হিন্দী আমাদের জেকে ধরেছে, ডরেমন এসেছে, সীমান্তে মরছি নির্বিচারে সেই আগের মত। বলুন তো যুদ্ধে যাবার সময় কী এসেছে তবে? আজও ৭১ এর পরে ৪০ বছর অনেক পানি ব্রক্ষপুত্র হতে সাগরে গড়েছে, আমরা মালয়শিয়া হংকং হতে পারি নি, আমাদের নেতা নেত্রীরাই আজ শোষকের ভূমিকায় সেই পুরোনো শকুনের মত- ওদের মতই এরা লাশ ফেলে, যুদ্ধ করে লাঠি বৈগা আর বাংলা ভাই, স্বজনপ্রীতি আর দলবাজী সেই আগের মতই, জোট করে রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা, ধর্মব্যবসায়ী আর বেহায়ায় কোন তফাৎ হয়না ক্ষমতার কাছে । বলুনতো আমরা সেই যেন বিটিশ, পাকিস্তান আমলে তাইনা? কেবল ওরা ভীনদেশী আর এরা স্বদেশী- আমাদের ভাগ্য নিয়ে এরা খলছে। বলুন তো যুদ্ধে যাবার সময় কী এসেছে তবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।