আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিহিংসার পালা

কুয়াশার মত জীবন আমার... এই আছি তো এই নাই !! প্রতিহিংসার যে স্বাদ, আমি তা ভুলতে বসেছি নিষ্ঠুরতার তুলনা হতে পারিনা কতকাল ! জীবন আমাকে দিনে দিনে দিচ্ছে শুধু অসাড়তা । কিন্তু আমিতো এরকম চাইনি কখনও, আমি চেয়েছি আজীবন অরাজকতা । জীবনকে চেয়েছিলাম রক্তে ভেজা শার্ট হিসেবে, যে শার্টের রক্ত শুকালেও থেকে যায় রক্তের গন্ধ যে গন্ধে ক্ষণে ক্ষণে নিস্তেজ স্নায়ূ হয়ে ওঠে উদ্বেলিত । আমি জানি, এখনও সেই শার্ট আমার গায়ে জড়ান শুধু অপেক্ষা কয়েক ফোঁটা তরলের ... ... ... সেই তরল আজ নিয়ে এসেছে রক্ত-নেশার ঘ্রান তাই আমি আবার এখানে, সেই রক্তে ভেজা শার্ট গায়ে । অনেকদিন বদলা নেয়া হয়না ।

অনেকদিন । । উৎসর্গঃ আমার বন্ধু রিচি । দোস্ত, তুই আমাকে তোর জন্য একটা রোম্যান্টিক গল্প লিখতে বলেছিলি । আর আমি তোর জন্য লিখলাম প্রতিহিংসার কবিতা ।

দোস্ত, তুই যতই নিজেকে কঠিন বলিস না ক্যান আমি জানি তুই ক্যামন । তাই শোন, যেমন আছিস থাক শুধু প্রয়োজনের সময়ে রক্তে ভেজা শার্টটা যেন তোর গায়ে দেখি । আমার বন্ধু শাওন । দোস্ত, তোর জন্য কিছু লিখব না । শুধু বলি, যেটা শিখেছিস সেটা মনে রেখে দিবি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.