দুনিয়াতে ভাল আর খারাপ বলতে কিছু নাই আছে বোকা আর চালাক
পাঁচ বছর পরপর সরকার বদল হয়। আর নতুন সরকার এসে পূর্ববর্তী সরকারের নিন্দা ছাড়া কি আর কিছু করার থাকে না। নতুন সরকার আসে আর আর শুধু নিন্দা করে ৫ বছর কেমনে কাটাবে সেইচিন্তা করে কাটায়। তবে আমার এই লেখর অবতারনা নিচের নিউজটা নিয়ে ২০০৬ এ যখন দুই প্রধান রাজনৈতিক দল। মানুষের জান নিয়ে ছিনিমিনি শুরু করছিল তখন ওই সময়ের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের তড়িৎ হস্তক্ষেপে আমরা একটু হাঁপ ছেড়ে বেচেছিলাম।
আমার মনে হয় এই কথা দুর্নীতিবাজ ছাড়া আর কেউ অস্বীকার করতে পারবেনা। তখন প্রথম প্রথম সবগুলো পত্রিকাই তারস্বরে ওই সরকারের গুণ গাওয়ার প্রতিযোগিতায় নেমেছিলো। কিন্তু ওই সরকার যখন
দুর্নীতির গোড়া ধরে টান দিয়েছিলো তখন আমাদের জ্বর আসে আমরা সবাই একসাথে মিলেমিশে দুই প্রধান রাজনৈতিক দলের সহায়তায় তাদের নামাইয়া হাপ ছেড়ে বাচি। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে ছিলাম। ওই সরকার তাদের কাজ সম্পূর্ণ না করে আমাদের আরও পিছিয়ে দিয়েছে।
এই জন্যই ওই সরকারকে শত ধিক্কার।
Click This Link
সংসদীয় কমিটির তলবে মইনের 'না'
Wed, Apr 13th, 2011 10:16 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যত ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকার চালানো অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ অসুস্থতার কারণ দেখিয়ে একটি সংসদীয় কমিটির বৈঠকে হাজির হতে অপারগতা জানিয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের ওপর এই সেনাপ্রধানের বেশ প্রভাব ছিলো বলে মনে করা হয়। সে সময় তার ভূমিকার জন্য রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যাপক সমালোচনার পাত্র জেনারেল মইন এখন বলছেন তিনি লিখিত জবাব দেবেন। তিনি একটি বিবৃতিও পাঠিয়েছেন।
জেনারেল মইনের বিবৃতি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির করা চার সদস্যের উপ-কমিটির সভাপতি রাশেদ খান মেনন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার অফিসে একটি বিবৃতি এসে পৌঁছেছে। তবে তিনি এর বিষয়বস্তু এখনো দেখেননি। "
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে ১৮ এপ্রিল সংসদীয় উপকমিটির বৈঠকে হাজির হতে বলা হয়েছিলো মইন উ আহমেদকে।
সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়।
মইন বিবৃতিতে বলেছেন, কোনো সাংসদ তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি।
তিনি বলছেন, অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র থেকে বিশাল দূরত্ব অতিক্রম করে তার পক্ষে হাজির হওয়া সম্ভব নয়।
"দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি হৃদরোগ ও কিডনি সমস্যার পাশাপাশি অন্যান্য জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছি। বর্তমানে আমি চিকিৎসাধীন এবং এ অবস্থায় আমার পক্ষে এই দূরত্ব ভ্রমণ করা সম্ভব নয়। "
বিবৃতিটির রেকর্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ ক্রাইম প্রতিবেদক লিটন হায়দারের কাছে রয়েছে।
মইন উ আহমেদ আরো বলেন, "কমিটির সামনে হাজির হয়ে ওই ঘটনার বর্ণনা দিতে পারলে আমি নিজেও খুশি হতাম।
"
অবশ্য এর পরেই তিনি যোগ করেন, "সংসদীয় কমিটির প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে একজন নাগরিকের দায়িত্ব হিসাবে আমি একটি বিবৃতি সংযুক্ত করছি। "
"এরপরও প্রয়োজন হলে অনুগ্রহ করে আমার ই-মেইলে যোগাযোগ করবেন", যোগ করেন তিনি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন।
পাশাপাশি অনেককে করা হয় গ্রেপ্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচকে/এএল/পিডি/২২১৭ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।