জীবন টা আসলে খুব সুন্দর একা থাকার এত জ্বালা আগে বুঝিনি, নিঃস্ব হব এভাবে আগে ভাবিনি | আগেও একা ছিলাম এই একার মত না, না হারিয়েও হারিয়েছি সব কেউ জানেনা | সব কিছু থেকেও যেন আজ কিছু নেই পাশে | যখন ছিল তো সবি কাছে, বুঝিনি মূল্য তার পাশে থাকার | আপন থেকেও নেই পাশে, এর কি জ্বালা আগে বুঝিনি | আমার রাজ্যে আমি একা, স্বপ্ন হয়েছে সবি কথা | কি যেন হারিয়েছি, কি যেন নেই আমার ,কি যেন চায় হৃদয় ¿ সব কিছু ছিলো, সব কিছু আছে, তবু সব থেকে দূরে সরে গেছি | গোপনে হৃদয় পুড়ে কেউ বুঝেনা, হৃদয় পুড়ার জ্বালা সয়তে পারিনা, সান্তনা দেবার মত কেউ এলো না | আমি আমি আমি শুধু আমিই রয়ে গেলাম |||
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।