আমাদের কথা খুঁজে নিন

   

নিঃস্ব চিন্তা [ছন্দহীন প্রলাপ]

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

. সবই প্রলাপ আজ রাতের আকাশে তারা শুধুই বিফল, কার্যকারণে- বিয়ে বাড়ীতে জ্বলা হাজার রঙের আলো- অভাগার ঘরে শুধু রঙহীন আবছা আঁধার। দেশী তরলে স্নান করে চন্দন রাস্তায় সুগন্ধি ছড়ায়- নিজে শুধু লুকিয়ে থাকে আপন অন্তরালে। রিতা আজ ভুলে যাওয়া কবিতার প্রারম্ভিক দু’টি লাইন। গ্রীষ্মের খড় দুপুরে খেতে বসে- তাল পাখার স্বস্তির বাতাস। রাতের আঁধারে নাম, সংস্কৃতি হারায়। ক্লান্ত শরীরে কবিতা কড়া চায়ের তুষ্ণায়- মধ্যরাতে, ফের ঊনুনে কেতলী চাপায়... তবু এসবই প্রলাপ আজ দূর-অন্ধকারের গল্প ।। ০৪/০১/১০ [ছবি:ইন্টারনেট] বি.দ্র.লেখাটি আমার ফেসবুকে ছবির ফর্মাটে বেশ কিছুদিন ঝুলেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।