আমাদের কথা খুঁজে নিন

   

নিঃস্ব নদী

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।

এই নদীটার বাঁকে বাঁকে খেলতো ঢেউয়ের দল মাঝির সুরে দুতীর জুড়ে নাচতো ফরিং দল- সেই নদীটা নিঃস্ব এখন নেই কোন তার বাঁক ভাটিয়ালির ঠাঁই নিয়েছে হুক্কাহুয়া ডাক রুখো জামাত শিবির আলবদরের খুলছি তাদের গূড় খবরের পাকিস্তানের স্বপ্ন দেখে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী সব কথা লেখে নিজেই চলে খল নীতিতে। একাত্তরে স্বাধীনতার বিপক্ষে যে যুদ্ধে নামে রক্ত চুষে পিতা-মাতার ভণ্ড ওরা সর্ব কামে। ইসলামের নাম মুখে নিয়ে বিবেকটাকে বর্গা দিয়ে মানুষ মারে খেলার ছলে ঈমানটা নাই ওদের দলে। ইসলাম রক্ষার বুলি মুখে দাড়ির প্রতি অবহেলা ক্ষমতাটার জন্য দেখি এই ছাগুদের যত খেলা। বাংলাদেশের সরল মানুষ ভালোবাসে নামায রোজা জামাতীরা উড়ায় ফানুস ধর্ম তো নয় গদ্দি খোঁজা। এই ড্রাকুলা রুখতে হবে শান্ত স্বদেশ পেতে হলে নইলে ওরা হিংস্র হবে স্বাধীনতা যাবেই দলে... সাইফুল হক ০১.০৬.০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।