অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... হয়তো বয়স বড় অল্প তাই রেগেছো তুমি স্বল্প, বললে না এতো রাগের কারন জানোতো রাগতে আছে বারণ। আপোনে করে শাসন ভালোর লাগি ভুল বুঝো না তারে ওরে ছোট্ট মনি, সব হয়ে যাবে ঠিক দেখো একদিন তুমিও বুঝবে সবি আসবে সুদিন। ভুল কে সংশোধন করো অতি যত্ন করে সুন্দর পৃথিবী আছে তোমারি প্রতিক্ষাতে, উতালা না হয়ে মনোনিবেশ করো কর্মে প্রতিষ্ঠা আসবেই আসবে জেনো যথা লগ্নে। কল্যান কামনা রইলো তোমার ত্বরে জাগো বহ্নি শিখা জাগো নিজ গুনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।