আমাদের কথা খুঁজে নিন

   

একটি নৈতিক উপদেশ প্রয়োজন, উপদেশ দেওয়ার মত কেহ আছেন কি ?

My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home

আমার পাশের ফ্লাটের একটি ছেলে রাতে ঘরে অনলাইন আউটসোসিং এর কাজ করে থাকে, তাদের ফ্যমেলির সঙ্গে আমাদের একটি সম্পর্ক হয়ে গেছে বিধায় তাদের ঘরে আমি যাই তারাও আমার ঘরে আসে৷ কিন্তু তার একটি খারাপ অভ্যাস হল সে কাজের পাশাপাশি পর্নগ্রাফি সাইটগুলো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করে করে দেখে, সারারাত এগুলো করে সকালে সে ঘুমায়, যদিও সে তার রুম বন্ধ করেই দেখে, ছেলেটির বাবা বিষয়টি বুঝতে পেরে ছেলেটিকে তার পিতা পরোক্ষভাবে কিছু উপদেশ দেওয়ার পরও সে উপদেশের প্রতি কর্নপাত করছে না, ছেলেটিকে নিয়ে তার পিতার অনেক স্বপ্ন এবং একটি মাত্র ছেলে৷ ছেলেটির সঙ্গে আমিও একদিন এগুলোর নৈতিবাচক দিক নিয়ে আলোচনা করেছিলাম, এর প্রতি উত্তরে সে বলল এগুলো দেখলে এমন কি সমস্য যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন তাহলে আমি মেনে নিব৷ সে আরও বলল আমিত জানি এগুলো ইউরোপ আমেরিকায় শিল্প ৷ এবং সংস্কৃতির একটি অংশ ৷ এখন আমার কথা হল সে যে বলছে এগুলো দেখলে কিছুই হয় না তার এই দৃষ্টিভঙ্গি কতটুকো সঠিক, যদি আপনাদের মতে তার কথা সঠিক হয়ে থাকে তাহলে তার সঙ্গে এই বিষয়টি নিয়ে আমি কোনদিন কথা বলব না, আর যদি তার কথা সঠিক না হয়ে থাকে তাহলে প্রয়োজন আপনাদের নৈতিক উপদেশ৷ কার কথায় একটি লোকের পরিবর্তন এসে পরে এটা বলা যায় না৷ তাই আপনাদের নিকট আমি পরামর্শ চাই, তাকে কি বললে সে এটা থেকে বিরত হবে, অথবা এর কি কি ক্ষতিকর দিক রয়েছে তার জীবনের জন্য এবং সেগুলোর কি নৈতিবাচক প্রভাব তার জীবনে আসতে পারে যদি হৃদয়গ্রাহী চিন্তামুলক নৈতিক উপদেশ তাকে দেওয়া যায় তাহলে হয়ত তার পরিবর্তন আসবে৷ আপনার উপদেশ হোক আজ সবার জন্য আলোকিত পথের দিশা ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.