আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন উপদেশ বাণী...

রাজা

একজন বাবা তার মাত্র জন্মানো ছেলের উদ্দেশ্যে কিছু উপদেশ লিখছে। উদ্দেশ্য যদি তার কিছু হয় তাহলে যেন এই উপদেশগুলো তার ৬ষ্ঠ জন্মদিনে দেওয়া হয়। উপদেশঃ ১. সবর্দা বাসের হ্যান্ডেল ধরে যাতায়াত করবে। এতে তোমার মাথা নুয়ে রাখার প্র্যাকটিস হবে। যাতে করে বৌ-এর সামনে মাথা উচু করে কথা বলার ভুল না হয়।

২.অপারেশন করে দুই কানের মাঝখানের হাড়গোড় ফেলে দিও, যাতে চিৎকার চেচামেচি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে দ্রুত বের হয়ে যেতে পারে। ৩.ছোটকাল থেকেই “একটি আমের দাম ৫০ টাকা হলে কি করে ১০০টাকায় ১০টি আম কিনা যায়?” এই যাতীয় অঙ্কের হিসাব জানা থাকতে হবে, যাতে অল্প বেতনের টাকায় বৌ-এর বাজেট এর সব কিছু কিনতে পারা যায়। ৪. “তৈলাক্ত বাঁশ আর বানরের অঙ্ক” টা ভাল করে বুঝে নিবে। বাবা, তোমার জীবনটা এরকমই। দুই পা এগুবে তো বৌ টেনে তিন পা নিচে নিয়ে আসবে।

৫.বোলিং মেশিন-এর সামনে দাঁড়িয়ে মেশিন চালু করে বল থেকে বাঁচার টেকনিক শিখে নিবে। এক্সপার্ট হয়ে গেলে বৌ-এর ছুড়ে মারা ফুলদানী, গ্লাস, প্লেট এগুলো থেকে বাঁচতে তা কাজে লাগবে। ৬.কারো ওজন নিয়ে কখন রসিকতা করবে না। বেশি ওজনকে কম বলার অভ্যাস করে নিবে। ৭.বিয়ের আগে ১০ বছর ঘাস আর পাথর খাওয়ার অভ্যাস করো।

বিয়ের পর বৌ-এর হাতের রান্না গলাঃধকরণ সোজা হবে তাহলে। ৮.উচু থেকে নিচে পড়ার জন্য সদা প্রস্তুত থাকবে। গভীর রাতে প্রায়ই হয়ত উচু বিছানা থেকে তোমাকে মাটিতে অবতরণ করতে হতে পারে। ৯.কখনই ঝগড়ার সময় টু শব্দটিও করবে না, তাহলে ঝগড়া বাড়বে বৈ কমবে না। ১০. এই বাবাকে ভুলে যাও, নতুন বাবাকে আপন করে নিয়ো।

অবশ্যই আমার লেখা নয় - রাজামশাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।