আমাদের কথা খুঁজে নিন

   

উপদেশ - অপদেশ



আরে মরার জ্বালা- থামাবে কে পরদেশের উপদেশের ঠ্যালা? দিনে রাতে সকাল দুপুর , মুখে মধুর হাসি, নেতা পাতি নেতার দ্বারে কড়া নারে আসি। কঠিন রকম মিটিং করে কতো রকম গীতি, পেপার পাতায় , টেলিভিষন দেখায় তাদের নিতি। মধুর কথা , হাজার বুলি – উপদেশের ঝোলা, যেন সকল চিন্তা ওদের মোদের জন্য তোলা। আচ্ছা বলো কি কাম ওদের মোদের নিয়ে খেলে- নিজের দেশের কতনা কাজ সেসব কিছু ফেলে। কানে কানে একটু শোনো- বলছে লোকে ওরে- রুদ্ধদ্বারে শাসায় ওরা মোদের নেতাদেরে। বলে নাকি মানতে হবে ওদের সকল কথা, নইলে ওরা বুঝিয়ে দেবে অভাব , জ্বালা , ব্যাথা। এইযে মোদের নেতা নেত্রী , হায়! অবসাদ ভরা, মেরুদণ্ড নেই যে কারো, শুধুই জরায় ধরা। নিজের চিন্তা করতে যদি পারতো নিজে সবে, বিদেশীদের চোখ রাঙানী দেখতে কি আর তবে? আছে সময় চলো এখন ওদের কথা ছেড়ে , ঘুরে দাঁড়াই নিজের পায়ে আবার নতুন করে। পা চাটাদের দল যারা ঐ ওদের লেজে থাকে- তাদেরকেও করবো যে ত্যাগ- শপথ এখন থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।