আমাদের কথা খুঁজে নিন

   

উপদেশ



কাছের চেয়ে দূরে ভালো
আর ভালো স্বপ্নে ,
যেমন দেহো তেমন রবে
প্রেম রবে যত্নে ।

এক বিন্দু সুখ নেই
সুখ নেই সরষে দানাও ,
বিশ্বাস না হলে দেখো গিয়ে
তাতে নেই আমার মানাও ।

সব সুখ স্বর্গে বন্দী
সে কি কারোর জানা নয়,
কেন তবে মিথ্যে আশা- ভালোবাসা
কেনই বা; শুধু শুধু এ জীবন ক্ষয় ।

স্বর্গে যেতে চাও যদি
তবে নিজেকে হারিয়ে ফেলো ভাবনায় ,
তোমার আর নাই কেউ ইহকালে
কেন মিছে ছুটে চলেছো ব্যস্ততার তাড়নায় ।


********** সমাপ্ত **********
তারিখ : ০৫-১১-২০১০ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল : khmahabub@yahoo.com

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।