My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home একটি মেয়ে একজন ছেলেকে ভালবাসে৷ মেয়ে থাকে খুলনায়৷ ছেলেটি থাকে মালয়েশিয়াতে৷ সে নাকি সেখানে পরাশুনা করে৷ মেয়েটির সঙ্গে ছেলেটির পরিচয় হয়েছে সম্ভবত ফেসবুকে৷ গত মাসে মেয়ের মা হটাত্ ব্রেনষ্টোক করে প্যারালাইসিস হয়ে যায়৷ এমতাবসত্মায় ছেলে তার বাবা মাকে বলে যেন তারা বিবাহের পয়গাম নিয়ে মেয়ের বাড়িতে যায়, সম্ভবত ছেলে মেয়ের সঙ্গে আলাপ করেই তার বাবা মাকে যেতে বলে৷ তারপর ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করল যে, আমার ছেলে আপনার মেয়েকে ভালবাসে আপনার মেয়েও আমার ছেলেকে ভালবাসে তাই এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য একটু আপনার বাসায় আসতে চাই৷ এই কথা শুনে মেয়ের বাবা বলল আমার স্ত্রী ব্রেনষ্টোক করেছে এখন আমি আমার স্ত্রীকে নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছি তাই এখন আপনারা আসেন এটা আমি চাই না, মেয়ের মা একটু সুস্থ হউক৷ একথা শুনে ছেলের বাবা অসন্তুষ্ট হয়৷ তারপর কিছুদিন পর ছেলের বাবা মা মেয়ের বাবা মাকে এই বলে ফোন দেয় যে, যেহেতু আপনার স্ত্রী অসু্স্থ তাই আমরা আপনার স্ত্রীকে একটু দেখার জন্য আসতে চাই৷ একথা শুনেও ছেলের বাবা রাজি হয়নি এজন্য যে, যেহেতু রুগী নিয়ে সারাদিন সবাই ব্যসত্ম এবং তারা বাসায় আসলে একটা আপ্যায়নের ব্যপাড় আছে তাই মেয়ের বাবা আগের উত্তরই দিল যে, আপনারা মেয়ের মা একটু সুস্থ হলে আসেন এটা আমার জন্য ভাল হয়৷ এই কথা শুনে তারা আবার অসন্তুষ্ট হল৷ বিষয়টা একটু জটিল হয়ে যায়৷ মেয়ে চাচ্ছিল ছেলের বাবা মা আসুক৷ আর ছেলে যেহেতু মালয়েশিয়া থাকে তাই মেয়ের বাবা প্রশ্ন করেছিল আপনার ছেলে কবে আসবে তখন ছেলে নাকি বলেছিল ফ্রেবুয়ারির প্রথম সাপ্তাহে আসবে৷ যদিও সে এখনো আসে নি৷ গত কয়েক দিন পূর্বে মেয়ের বাবা ছেলের বাবা মাকে ফোন করে বলল আমার স্ত্রী এখন একটু সুস্থ তাই আপনারা এখন আসতে পারেন৷ তারা বলল ঠিক আছে৷ পরদিন ছেলের বাবা মা ছেলের সঙ্গে পরামর্শ করে মেয়ের বাবাকে ফোন করে বলল আমরা আসব কিন্তু কাবিন করতে হবে ! একথা শুনে ছেলের বাবা রাজি হলনা তাই তিনি বলল আগেই কাবিন এর কথা বলছেন কেন ? আমাদের সঙ্গে আপনাদের প্রথম দেখাই এখনো হয়নি ? আর আপনার ছেলেত ফ্রেবুয়ারীর প্রথম সাপ্তাহে আসার কথা ছিল আসেনি কেন ? একথা ছেলেকে জিজ্ঞাসা করলে ছেলে বলল আমি এখন আসব না পরে আসব৷ সে কখন আসবে সেই সময়ও বলছে না৷ এমতাবসত্মায় মেয়ে তার বাবাকে বলছে ছেলের সঙ্গে কাবিন করে ফেলতে৷ কিন্তু মেয়ের বাবা বলছে ছেলে আসুক, ছেলে না আসা পর্যনত্ম আমি এই কাবিন করব না৷ ছেলে আজকে আসলে আজকেই কাবিন হবে৷ কিন্তু মেয়ে রাজি হচ্ছে না৷ এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে প্রচুর অশানত্মি হচ্ছে৷ কি করা যায় বলুনত৷ আপনার একটি সূচিনত্মিত মতামত একটি পরিবারকে দেখাতে পারে পথের দীশা৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।