আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সামহয়্যারইন ব্লগ ও সামহয়্যারইন ব্লগ পরিবারের সদস্যগণ,সবাইকে অনুরোধ করছি

প্রিয় সামহয়্যারইন ব্লগ ও সামহয়্যারইন ব্লগ পরিবারের সদস্যগণ, গতকাল থেকে বাংলা ব্লগ কমিউনিটি একটা ধোঁয়াশার মধ্যে সময় পার করছে। সরকার ধর্ম অবমাননাকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে নানাবিধ মতামত থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশী দরকার একটা বিষয়ে মতৈক্যের। আর তা হল,গুটি কয়েক ধর্ম অবমাননাকারিদের জন্য সরকার যেন সামহয়্যারইন ব্লগের উপর কোন অন্যায় শাস্তি না দেয়।

আমরা বিনা যুদ্ধে সরকারের কোন অন্যায় সিদ্ধান্তের কাছে মাথা নত করতে রাজিনা। গুটি কয়েক ব্লগারের দায় কেন পুরা সামহয়্যারইন ব্লগ পরিবারের সকল সদস্য নিতে যাবে?কোন ব্লগার যদি অন্যায় করে থাকে তবে তার শাস্তি হবে কিন্তু ব্লগের উপর কেন শাস্তি চাপিয়ে দেওয়া হবে? সামহয়্যারইন যদি সরকার বন্ধ করে দেয় তবে কি উপায় করে সামু দেখা বা ব্যবহার যাবে,সেই তত্ত্ব নিয়ে ঘাটার কোন মানে নেই। আমরা কেন সরকারের ঢালাও শাস্তি প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে এক হচ্ছি না। সরকার যে ঢালাও শাস্তি দিবে,এমন ঘোষণা না দিলেও কিছু আশংকা থেকেই যায়। আর সরকার যাতে কোন রকম অন্যায় সিদ্ধান্ত না নেয়,তার জন্য আমরা কি কিছু করতে পারিনা?নাকি বন্ধ সাইট কিভাবে ব্যবহার করা যায় তার প্র্যাকটিস করতে থাকব? আশা করেছিলাম, ব্লগিয় রথী-মহারথী যাদের কোথায় পরম ক্ষমতাশালী মডারেশণ প্যানেল উঠত বসত তারা এগিয়ে আসবে এই দুর্দিনে।

একটি রূপরেখা প্রণয়ন করবেন যাতে সাধারণ ব্লগাররা একত্রে থেকে সরকার যাতে কোন অন্যায় সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য কি কি করা যায় বা যদি কোন অন্যায় সিদ্ধান্ত নিয়েই নেয় তবে আমাদের কি করা উচিত, এমন কোন লেখা নিয়ে হাজির হবেন। কিন্তু সময়ের প্রয়োজনে সেই রথী-মহারথী ব্লগাররা ইন্দুরের গর্তে লুকায়ছে। কিন্তু সাধারণ ব্লগাররা কেউ লুকায়নি। তারা সামহয়্যারইন ব্লগের সাথে পরিবারবদ্ধ হয়ে ছিল,আছে,থাকবে। মনে হইল সাধারণ ব্লগারদের একটা জায়গা দরকার যাতে সকল সাধারণ ব্লগার তাদের মতামত প্রকাশ করতে পারে নির্দিষ্ট কিছু ইস্যু নিয়ে।

বর্তমানে দুটি ইস্যু নিয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত,সরকার যাতে গুটি কয়েক ব্লগারের দায় সামহয়্যারইন ব্লগের সকল ব্লগারের উপর চাপাতে না পারে এবং দ্বিতীয়ত,যদি সরকার সামহয়্যারইন ব্লগের বিরুদ্ধে কোন অন্যায় সিদ্ধান্ত নেয় তবে আমাদের করনীয় কি হবে? উক্ত দুটি ইস্যু নিয়ে মতামত জানানোর জন্য সবাইকে নীচের পেজে আসার আমন্ত্রন রইল। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে,আমরা কোন নেতা চাইনা,সিদ্ধান্ত সবার সাথে শেয়ার করে নেওয়া হবে। আসবেন তো? সামুর আওয়াজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.