আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সা

কবিতা রিক্সা এক আশ্চর্য যান।মানব পেশীর নিপূণ প্রয়োগে ধীর বয়ে চলে;বয়ে চলে নিশব্দে- যেন প্রতিবাদহীন,বাধ্যভৃত্য এক- ভীষণ নিরাপদ! আজ বৃষ্টি ভেজা এ নষ্ট সকালে ড্রেন -উপচানো জলে ডুবেছে রাজপথ; ভিজচ্ছে সবাই - মলিন কাপড় থেকে সুট টাই- ছাতার তলে যাদের মাথা তারাও। মোড়ে মোড়ে জমেছে ভিড়; বৃষ্টিতে ভেজা ,আধ-ভেজা শ্রান্ত শরীর; দৃষ্টি তবু অস্থির- খোঁজে দূর্লভ আশ্চর্যযান সে রিক্সা! কেননা আজ- রাজপথে এক হাঁটু জল; বাস,কার,টেম্পো- সবই অচল একমাত্র রিক্সা ছাড়া- যে এই অথৈ জলে সদর্পে দিচ্ছে পাড়ি। সামনে যার গর্বিত চালক যে বৃষ্টি-ভেজা তুচ্ছ দাঁড়-কাক নয় কোন- সে ঘাঁড় উঁচু বাংলাদেশের নায়ক! (চট্টগ্রামের জলাবদ্ধতায় রিক্সাকে আবিষ্কার করলাম নতুনভাবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।