আমি প্রকৃতি প্রেমি এক যাযাবর
আগে জানতাম চাউলের দাম বেশী তাই রিক্সা ভাড়া বেশী। কথাটা এখন আর বিশ্বাস হয়না। বর্তমানে চাউল, আটা, তেলের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে । অথচ রিক্সা/ সিএনজি ভাড়া না কমে বরং বেড়েছে । রিক্সা ভাড়া বেশী আসলে ঢাকা শহরে মানুষের তুলনায় যানবাহনের অপ্রতুলতার কারনে । আর গতকালের (১লা বৈশাখ ১৪১৬) চিত্রতো ছিল সম্পূর্ণ ভিন্ন ! ভাড়া তো দূরের কথা ! সিএনজি বা রিক্সা চালকরা কথাই বলতে চায়না । আর বলবেই বা কেন ! একটা রিক্সা / সিএনজি আসলে ২০/৩০ জন লোক দৌড়ে যায় ! জ্যামের জন্য রমনা বটমূল , শিশুপার্ক এদিকে তো কেহ যেতেই চায়না। বর্তমানে ঢাকা শহরে যাদের নিজস্ব যানবাহন নেই তাদের দূর্ভোগের কথা কি কেউ ভেবে দেখছেন ? এমতাবস্থায় ঢাকা শহরের যানবাহন সংকট থেকে উত্তরনের জন্য বিভিন্ন রুটে আরও ব্যাপক হারে বাস ( কাউন্টার বাস সার্ভিস) সার্ভিস চালু করতে হবে। তা না হলে জনদূর্ভোগ আরও বেড়েই চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।