আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সা ভাড়া

আমি প্রকৃতি প্রেমি এক যাযাবর

আগে জানতাম চাউলের দাম বেশী তাই রিক্সা ভাড়া বেশী। কথাটা এখন আর বিশ্বাস হয়না। বর্তমানে চাউল, আটা, তেলের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে । অথচ রিক্সা/ সিএনজি ভাড়া না কমে বরং বেড়েছে । রিক্সা ভাড়া বেশী আসলে ঢাকা শহরে মানুষের তুলনায় যানবাহনের অপ্রতুলতার কারনে । আর গতকালের (১লা বৈশাখ ১৪১৬) চিত্রতো ছিল সম্পূর্ণ ভিন্ন ! ভাড়া তো দূরের কথা ! সিএনজি বা রিক্সা চালকরা কথাই বলতে চায়না । আর বলবেই বা কেন ! একটা রিক্সা / সিএনজি আসলে ২০/৩০ জন লোক দৌড়ে যায় ! জ্যামের জন্য রমনা বটমূল , শিশুপার্ক এদিকে তো কেহ যেতেই চায়না। বর্তমানে ঢাকা শহরে যাদের নিজস্ব যানবাহন নেই তাদের দূর্ভোগের কথা কি কেউ ভেবে দেখছেন ? এমতাবস্থায় ঢাকা শহরের যানবাহন সংকট থেকে উত্তরনের জন্য বিভিন্ন রুটে আরও ব্যাপক হারে বাস ( কাউন্টার বাস সার্ভিস) সার্ভিস চালু করতে হবে। তা না হলে জনদূর্ভোগ আরও বেড়েই চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।