আমাদের কথা খুঁজে নিন

   

হাসিমুখ

প্রিয় অনন্যা এক একটা দীর্ঘশ্বাসের মূল্য আমাকে এভাবে দিতে হবে কখনো বুঝতে পারিনি অনন্যা কষ্ট পেয়েছিলাম সত্যি, কষ্ট এখনও পাচ্ছি তবে কখনোই চাইনি তুমিও কষ্ট পাও নির্ঘুম রাত তোমাকেও কাটাতে হয় এভাবে প্রতি মুহূর্তে তোমার চোখের অশ্রু আমার মেনে নিতে কষ্ট হয় অনন্যা যে নাটকের পাণ্ডুলিপি কখনো জন্ম হওয়ার কথা ছিল না ঝড়ের মত তা কেন তোমায় এলোমেলো করে দিল বুঝতে পারি না কিই বা করতে পারি আমি এখন কি চাইব আমি ঐ খোদার দরবারে দুজনের গতিপথ যতক্ষন আলাদা ততক্ষন একজনের হাসিমুখকেই তো সাদরে গ্রহণ করতে হবে আজ না হয় স্বার্থপর নাই বা হলাম হৃষ্ট চিত্তে তোমার হাসিমুখের কামনায় রইলাম। দুপুর ২ টা ৫৫ ০১।০২।২০১২ © অনন্য শ্রাবণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।