আমাদের কথা খুঁজে নিন

   

আরেক বিনিয়োগকারীর আত্মহত্যা

ভালোবাসি নদী আর সবুজ অব্যাহত দর পতনের কারণে সর্বস্ব হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন আরেক বিনিয়োগকারী। তার নাম শাহদাৎ হোসেন খান মানিক। আজ সকালে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। তিনি ঢাকার শান্তি নগরের ইস্টার্ন পয়েন্টের ১নং বিল্ডিংয়ের ভাড়া বাসায় থাকেন। নিহত শাহাদাৎ সার্প সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারব্যবসা করতে বলে নিশ্চিত করেছেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। তার সম্পর্কে এখনো বিস্তারিত জানা না গেলেও শেয়ারব্যবসায় লোকসানের কারণে তিনি দীর্ঘদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। আর বিষন্নতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ নিয়ে পুঁজিহাজারে সর্বস্ব হারিয়ে ৪ বিনিয়োগকারী বাধ্য হয়ে চির নিদ্রার পথ বেছে নিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।