আমাদের কথা খুঁজে নিন

   

মরার মিছিল

ফুটুস ফাটুস মরছে মানুষ গোলন্দাজের গুলি খেয়ে এই দেশেতে আজীবনই মরবে আরো হোচট খেয়ে। নিয়ম নীতি ভরকে গেছে আলুর বস্তা এই জনতা আছাড় খাবে রোজই তারা চলছে এটার প্রবনতা। আজকে মরে দুর্ঘটনায় কালকে মহা গেন্জামে পরশু দেখো গুম করা লাশ পরে আছে ডান বামে। মৃত্যু এখন হাতের মোয়া চাইলে তারে ছোঁয়া যায় অহরহ মরছে মানুষ চিপা খোলা সব জা‘গায়। দেশে কি ভাই জনগনের কদর গেলো অযথাই? না কি তারা নিজেই নিজের কদরটাকে দেয় ধোলাই? মান ইজ্জতের ধার ধারেনা, এই দেশেতে এমন লোক লুটে পুটে খাচ্ছে যেন অন্ধ হলো জাতির চোখ। জাত মেরেছে এই জাতিটার হায়রে অবোধ বাঙ্গালী মায়ের নামে ছাফাই গেয়ে মাকেই দিলি শেষ কালি। মরছে মানুষ চতুর্দিকে বাঁচার কোন রাস্তা নাই দাফন কিবা চিতার আগেই প‍ঁচা লাশের গন্ধ পাই। গুনী লোকও যাচ্ছে মরে হচ্ছে ফাঁকা বাংলাদেশ সব মানুষের চির সাথী হলো যেন দু:খ ক্লেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।