শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমার প্রিয়া মরার আগে যদি আমি মরে যাই
আমার প্রিয়া খবর তোমরা রাখিও সবাই
পরের ঘরে আছে প্রিয়া অনেক কষ্ট করে
আমায় ভুলে আছে শুধু লোক সমাজের ঢরে
বন্ধুরে.................বন্ধুরে................বন্ধুরে
ঐ দুঃখীনি ভালবেসে পায়নি কোন সুখ
কেমন করে ভুলে যাবো আমি যে তার মুখ। ।
প্রিয়া জানে কেমন করে ভালবাসতে হয়
সে আমারে শিখাইয়াছে প্রেম যে কারে কয়। ।
দুরের মানুষ কেমন করে আপন হয়ে রয়
এ কথাটা জানে ভাল প্রিয়ার ও হৃদয়। ।
বন্ধুরে.................বন্ধুরে................বন্ধুরে
ঐ দুঃখীনি ভালবেসে পায়নি কোন সুখ
কেমন করে ভুলে যাবো আমি যে তার মুখ। ।
বহুদিন দেখিনা তারে তবু দুঃখ পাই
চোখ বুঝিলে সারাক্ষনই তারে দেখতে পাই
প্রিয়ার কথা ভাবি যখন কেঁদে বুক ভাসাই
মরার আগে একবার শুধু তারে দেখতে চাই
বন্ধুরে.................বন্ধুরে................বন্ধুরে
ঐ দুঃখীনি ভালবেসে পায়নি কোন সুখ
কেমন করে ভুলে যাবো আমি যে তার মুখ।
।
ইতি
তোমার ভালবাসা
মামুন খাঁন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।