ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া আমি তো তেমনি হবো মরণের পরে- যেমন ছিলাম জন্মের আগে। মায়ের গর্ভে ভ্রূণ সৃষ্টির আগে- মাতা-পিতার কল্পনার আগে- সৃষ্টিকর্তার ইচ্ছার আগে- আমার মস্তিষ্কে জ্ঞান যুক্ত করার আগে। সৃষ্টিকর্তার ইচ্ছার পরে- হাজার কোটি বছর ধরে- ছিলাম অজানা কোন ঠিকানায় । অনুভূতি ছিলনা, অস্তিত্ব ছিলনা, সময়ের গর্ভে লুকিয়ে ছিলাম। কেউ আমাকে দেখতে পেতনা। আগে জন্মের মানুষ গুলো, কল্পনাও করতে পারেনি আমার অস্তিত্ব । ঠিক, তেমনি আজকের সময়ে, যারা মরে গেছে - সময়ের গর্ভে লুকিয়ে গেছে- পরে জন্মের মানুষ গুলো, কল্পনাও করতে পারেনা, তাদের অস্তিত্ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।