অভিলাষী মন চন্দ্রে না হোক, জোছনায় পাক সামান্য ঠাঁই..
আজকে দুপুরে ফেসবুকে বসছি। হঠাৎ মনে হলো আমাদের বাসায় কোকিল ডাকছে। একদম আমাদের বাসায়ই। ভাবলাম,বুঝি আমাদের কদম গাছে।
ইভুকে বললাম,
"দ্যাখ তো...আমাদের বাসায় কোকিল আসছে।
গিয়ে দ্যাখ্ কোথায় আছে। আমি ক্যামেরা নিয়ে আসতেছি। "
কোকিল তো এমনিতে খুব কম দেখা যায়। পাতার ফাঁকে বসে বসে ডাকে। তাই ভাবলাম ক্যামেরা নিয়ে যাই।
ছবি তুলে রাখি।
ইভা দেখছিলো। আমি ছাদে উঠতে উঠতে দেখি একটা কাক এসে কোকিলটাকে উড়িয়ে দিলো। আমার আর ছবি তোলা হলো না। এইবার কোকিলটা আরেকটু দূরে বসে ডাকতে লাগলো।
আমরা আবার তাকে খুঁজতে লাগলাম। আবার দুইটা কাক গিয়ে ওরে তাড়ায় দিল।
তারপর আমরা দুই বোন মিলে যে কাহিনীটা দাঁড় করালাম তা এইরকম।
এইখানে বলে রাখি, আমাদের বাসার পাশে একটা কড়ই গাছ আছে। ওখানে কাক বাসা বাঁধছে।
মনে হয় এতদিনে ডিমে তা দেয়াও শুরু করছে। কোকিলটা হয়তো কাকের বাসায় ডিম পাড়ার জন্য আসছিলো। কাকগুলোও মনে হয় বুঝতে পারছিলো। তাই বারবার কোকিল এখানে সেখানে বসে। বারবারই তারা তাকে তাড়ায় দেয়।
তারা কোকিলকে বাসার ধারে-কাছে আসতে দিবে না।
পরে অবশ্য আমার মনে হইছে, কোকিল আবার আসবে। এই বাসায় ডিম পাড়ার জন্যে।
ইশ্... তখন যেন আমি টের পাই। যেন ছবি তুলতে পারি...!!
(নামকরণের সার্থকতা-
কাকগুলোকে কোকিলটা ভালো রকমে ডিস্টার্ব করছে বলে এই লেখার শিরোনাম "মরার কোকিল!!!" )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।