আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারনার নতুন ধরন...

. আমার নাইবা হলো পারে যাওয়া...
কিছুদিন আগে আমার স্বামীর মোবাইলে একটি মেসেজে বলা হল, “তোমার এই নাম্বারটি নকিয়া ৪০ বছর পুর্তি উপলক্ষে যে লটারি হয়েছে তাতে প্রথম হয়েছে। এবং তুমি ৬ লাখ ব্রিটিশ পাউন্ড জিতেছ। একটি ক্লেম কোড ও দিয়েছে। একটি মেইল এড্রেস দিয়ে ওটাতে ক্লেইম করতে বলা হয়েছে। মেইলটি করেছে Mr. Victor carter. মেসেজটা দেখে আমরা দুজনেই হেসেছি।

মানুষকে বলি কা বাকরা বানানোর নতুন কৌশল যে এটা তা ঠিকই বুঝেছি। বেশ কিছুদিন পর আমার দেবর বল্ল, “আচ্ছা দেখিনা মেইল করে। বুঝতে তো পারবো ওরা কি ভাবে মানুষকে প্রতারিত করছে। সে মেইল করলো। তারপর আমাদের কারোরই মনে নেই।

প্রায় সপ্তাহ খানেক আগে আমি মেইল চেক করতে গিয়ে দেখি মেইলের উত্তর। খুব অভিনন্দন জানিয়ে বলছে, সারা পৃথিবী থেকে ৫ লাখ মোবাইল নম্বর থেকে লটারিতে তোমার নম্বরটি নির্বাচিত হয়েছে। এ বছরেই বৃটিশ এক লাইভ টিভি শো’তে তোমার পুরস্কার তোমাকে দেয়া হবে। এবং আমাদের খরচে তোমাকে স্বপরিবারে লন্ডন আনা হবে। নাম ঠিকানা বিস্তারিত জানাও।

আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি চেক ও সার্টিফিকেট তোমাকে পাঠাচ্ছি। যতদিন তুমি মূল টাকা হাতে না পাচ্ছ ততদিন এ চেকটি যত্ন করে রাখবে। স্কার্লেট নামে একটি কুরিয়ার সার্ভিসের মেইল এড্রেসও দিয়ে বলা হল ওদের সাথে যোগাযোগ করতে। খেয়াল করলাম ওদের এই মেইল এ ৩/৪টি বানান ভুল, যা কিনা নকিয়ার মত একটি কোম্পানিতে হবার কথা নয়। তাছাড়া আমরা যে ক্লেইম কোড উল্লেখ করেছিলাম এখানে সেটাতে বাড়তি একটি সংখ্যা যোগ করা হয়েছে।

মেইল দিয়ে জানতে চাইলাম, আমি তোমাদেরকে ক্লেইম কোড উল্লেখ করেছি, কিন্তু তুমি আমায় অন্য ক্লেইম কোড বলছ। আমি এখন কুরিয়ার সার্ভিসে কোন ক্লেইম কোডের কথা বলব? উত্তরে দু;খ প্রকাশ করে জানালো এটা তাদের ভুল হয়েছে। তাড়াতাড়ি কুরিয়ারের সাথে আমাদের কাছে যে কোড আছে সেটা জানিয়ে যোগাযোগ করতে অনুরোধ করেছে। কুরিয়ারে মেইল করলাম। তারাও অভিনন্দনের ঝড় বইয়ে দিলো।

সাথে দিল তিনটি কুরিয়ার সার্ভিসের নাম ও রেট। DHL, UPS, FedEx. আমরা যেটাতে পাঠাতে বলবো সেটাতেই ওরা পার্সেল পাঠিয়ে দিবে। রেট যথাক্রমে ৫৩০, ৪৯০, ৪৮০ ব্রিটিশ পাউন্ড। মনে বললাম, হু, হু, বাছাধন এই তো তোমাদের চেহারা দেখানো শুরু হলো। এর মাঝে বিভিন্ন সাইটে দেখলাম অনেকেই একই প্রশ্ন করছে ‘নকিয়া প্রমোশন’ এটা কি সত্যি? অনেকের কাছেই বিভিন্ন ধরনের মোটা অংকের টাকার উল্লেখ করে এসএমএস এসেছে।

নকিয়া সাইটেও ঢু মারলাম। ওখানে এ ধরনের কোন অনুষ্ঠানের নাম গন্ধও পেলাম না। নকিয়ার একটা সাইট আছে প্রশ্ন ও উত্তর। ওখানে দেখলাম একজন জানতে চেয়েছে, আপনারা কি আপনাদের ৪০ বছর পুর্তি উপলক্ষে কোন অনুষ্ঠানের আয়োজন করেছেন? উত্তরে নকিয়া থেকে জানানো হয়েছে, না, আমরা এ ধরনের কিছু ভাবছিনা। এ সাইট থেকে প্রশ্ন-উত্তরটুকু কপি পেষ্ট করে মেইল করলাম।

বললাম, নকিয়া সাইটের এই প্রশ্ন-উত্তর সম্পর্কে তোমার বক্তব্য কি তা আমাকে জানাও তারপর আমি টাকা পাঠাবো। উত্তর এলো, “আমরা বুঝতে পারছি তুমি কি বোঝাতে চাইছ। আমাদের এ অনুষ্ঠান খুব কনফিডেন্সিয়াল তাই আমরা কোন সাইটে এটা নিয়ে কিছু বলছিনা। আমরা জেনেছি তুমি স্কার্লেট কুরিয়ারেও এই মেইল পাঠিয়েছ। তোমাকে অনুরোধ করছি ওদেরকে এ ধরনের কোন মেইল করনা।

কারন ওটা একটা কুরিয়ার সার্ভিস। ওদের কাজ তোমার পার্শেল যত দ্রুত সম্ভব তোমার কাছে পাঠাতে পারে এটার নিশ্চয়তা দেয়া। আর স্কার্লেট কুরিয়ার থেকে আমায় জানালো, তোমার মেইল পড়ে আমরা নকিয়া প্রমো আয়োজকদের সাথে যোগাযোগ করেছি। ওরা বলেছে বিষয়টি তারা দেখছে। তুমি নিশ্চিন্ত থাকো।

আমরা চাই দ্রুত তুমি তোমার পার্শেল পাও। তোমায় অনুরোধ করছি তুমি আমাদের ফিস তাড়াতাড়ি পাঠাও। এখন আমার কি করা উচিত?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.