নিজ গ্রুপে আনতে না পেরে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র অব্যাহতি পাওয়া বিএনপি নেতা মনিরুল হক সাক্কু কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাছকে পিটিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
আলী আক্কাছ অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চারদলীয় জোটের মিটিং শেষ করে বাসায় ফেরার পথে আদালত রোডস্থ অ্যাথনিকা স্কুলের সামনে মেয়র মনিরুল হক সাক্কুর গাড়ি তার রিকশার গতিরোধ করে। এ সময় মেয়র সাক্কু আলী আক্কাছকে শনিবারের (গতকাল) তার গ্রুপের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেবে কিনা জানতে চান। তিনি তাতে যেতে অসম্মতি জানালে মেয়র সাক্কু তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন।
এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। তবে পেটানোর কথা অস্বীকার করে মেয়র সাক্কু বলেন, আলী আক্কাছ আমার ছোটকালের বন্ধু। তাকে যদি মারতে হয় তাহলে কলেজের পোলাপাইনরা তো মারতে পারে, আমার দরকার হয় না। তিনি হয়তো কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে আহত হয়েছেন। উল্লেখ্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুর বিরোধ দীর্ঘদিনের।
আলী আক্কাছ আমিন-উর রশিদ ইয়াছিন গ্রুপের নেতা। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি মেয়র পদে নির্বাচন করায় দল সাক্কুকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়। সদ্য নির্বাচিত মেয়র সাক্কুর এখনও শপথ হয়নি। ২ ফেব্রুয়ারি তার শপথ নেওয়ার কথা রয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।