বাঙ্গাল মানুষ
বিএনপি নেতৃত্বাধীন ১৩ দলের নতুন জোট গঠনের সিদ্ধান্তে নাখোশ জামায়াত। তাদের মতে, ১৩ দলের নতুন জোটে জামায়াতের কদর তেমন থাকবে না। জামায়াতের দুর্দিনে সরকারের বিরুদ্ধে জোরালো কোন পদক্ষেপ নেয়নি বিএনপি। এ নিয়েও ক্ষোভ রয়েছে জামায়াত নেতৃত্বে। এদিকে, চারদলীয় জোট ভেঙে ১৩ দলের নতুন জোট গঠনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে।
সূত্র জানায়, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতারা কারাগারে। জামায়াতকে সঙ্গে নিয়ে কোন আন্দোলন কর্মসূচি সফল করতে পারছে না বিএনপি। তাছাড়া জামায়াতের বিপক্ষে জনমত হওয়ায় আপাতত জামায়াতকে এড়িয়ে চলছে বিএনপি। এমনকি জামায়াতের এই দূর্দিনেও সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন কর্মসূচি দিতে পারছেনা বিএনপি ও চারদলীয় জোট। তাই সরকার বিরোধী আন্দোলনে নামার আগেই চারদলীয় ঐক্যজোটের পরিধি বাড়িয়ে ১৩ দলের নতুন জোট গঠনের সিদ্ধান্ত নেয় বিএনপি।
জামায়াতের একটি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর রাজনীতিতে চলছে ভয়াবহ দুযর্োগ। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতারা কারাগারে। এমতাবস্থায় জোট নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জোটগতভাবে আন্দোলন কর্মসূচির আবেদন করলেও কোন পদক্ষেপ নেননি তিনি। তাই চারদলীয় ঐক্যজোটের পরিধি বাড়িয়ে ১৩ দলের নতুন জোট গঠনের সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না জামায়াত। চারদলীয় জোটের শরিকদল হিসেবে জামায়াতকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, ১৩ দলের নতুন জোটে জামায়াতকে সেভাবে মূল্যায়ণ করা হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে একাধিক সিনিয়র নেতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।