শঙ্খপাপ আমার
সেই আমরা যারা কাগজের নৌকা সর্বস্ব জেনে পাড়িদিয়েছিলুম প্রাগৈহাসিক
পৃথিবীর পথ- জলান্তরে; আজ তারা পিচ্ছিল বরফের নৈসর্গিকতায় উপড়ে পড়েছি।
জলের 'পরে একদা পড়েছিল আমাদেরও পাদছাপ, মাঝরাতের হেঁড়ে গলার পড়শী শিয়ালদের সাথে রাত্তিরজ্ঞনের নিমিত্তে আমরাও গেয়েছিলুম দলীয় কোরাস।
সব স্মৃতি বাক্সবন্দি থাকে নিউরনে নিউরনে, মর্মর সকল পাতারা জানে শীতের কাব্য; দাবানলের আকুতি। জলের নিমগ্ন ঘোর কাটলেই পাতালরেল ধরব- আমরা দিনে পুড়ে যাওয়ার যাত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।