আসলে আমরা বুঝতে পারছিনা আমাদের নেতারা কি বলে আর কি করে?
শেখ সেলিম বলছেন জিয়া নাকি পাকিস্থানের এজেন্ট ছিলেন? আসলে এ টা কতটুতু সত্য তা আমাদের ভবতে হবে। আমি গতকাল আমাদের সময় পত্রিকাতে মতামত বস্কে দেখলাম একজন পাঠক লিখেছেন, যে, "সেলিমের কথা ঠিক হলে, মুজিব একজন দালাল কে বীরউত্তম পদক দিল????, তাহলে তো মুজিব বড় দালাল। আবার সেলিম যখন জেলে ছিলেন তখন তিনি শেখ হাসিনা সম্র্পকেও অনেক চাদানাজী কথা বলেছেন। আসলে তার কোন কথা গুলো সঠিক তা আমাদেরকে ভেবে দেখতে হবে।"
এদিকে ফাউল কথা বলার জন্য লে. ক ফারুকেক তো বাচলা ফারুক নামে পরিচিত হয়েছেন। আবার লে. ক. ফারুক কে তো একজন পাঠক ফাউল ফারুক বলে ঘোষনা দিয়েছেন।
আসলে এদের বচন কি পাগলের প্রলাপ??????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।