নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
28অক্টোবরের অবরোধে কাচা মরিচ ছিল 200 টাকা কেজি। অবরোধ উঠে যাবার পরে 40 টাকাতে কিনেছিলাম। এখন আবার 100 ছাড়িয়ে যাচ্ছে। গেটলক গাড়ী আর রিঙ্া ভাড়া মিলিয়ে আমার অফিসে আসতে লাগে 20 টাকা। এখন লাগছে 50 টাকা। দুপুরে খাবার আসতো এক ক্যাটারিং সার্ভিস থেকে যার মুল্য 45 টাকা। এখন প্রতিদিন হোটেল থেকে খেতে লাগছে 70-80 টাকা। বাসার প্রতিদিনের কাচা বাজারের কথা বাদই দিলাম, সেইসাথে বাদ দিলাম জীবনের ঝুকি নিয়ে অফিস করার কষ্ট। আমার প্রশ্ন- জিনিস পত্রের দাম বাড়ার জন্য এবং সাধারন লোকদের ভোগান্তির জন্য 4 দলীয় জোট যদি শুয়োরের বাচ্চা হয় তাহলে 14 দলীয় জোট কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।