আমাদের কথা খুঁজে নিন

   

শালিক কথা কয় মনে

পুরনো আমিটাই ভাল ছিলাম... বুকের মলাটে গোঁজা প্রজাপতি ভাঁজ খুলে উড়ে যায় যদি, বুকপকেটে পড়ে থাকে উম; যদি ঠোঁটের কাব্যঘুমে লেগে থাকে প্রলম্বিত চুম, পাশাপাশি বসে থাকাগুলো মনের দেয়ালে আঁকে ম্যুরাল নিঝুম। খুব কাছে এলে পাখি হৃদয়ের ধুক চোখের সৈকতে বিঁধে থাকে অনুক্ত চাওয়া, পদচিহ্ন ছুঁয়ে দিলে লোনা জলে দূরে যেতে মানা মেঘলা অসুখ। অনেকটা পথ হেঁটে মনে হয় এ জীবন পথের সমান, চেনা পথিকের দেখা পেলে যুগল প্রণয়ের আলো জ্বেলে, মিহিন গোধূলির রোদে উড়ে যায় সুখক্লান্ত শালিকের জোড়; অবিরত সান্দ্র প্রাণের টানে। [ত্রাতুল/২৮-০১-২০১২/খসড়া-২]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।