আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ধত আজ আহত শালিক

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। জীবন যখন আটকে পরে বৃত্তের মাঝে, ধীরে ধীরে ছোট হতে থাকে পরিধি, এক সময় বিন্দুতে এসে মিশে যায়। একই সত্য আর একই ভুলের পুনরাবৃত্তি, জীবন যেন রূপ নেয় এক স্থিরচিত্রের। যেমন ধরুন আমার কথাই, এই চারতলা বাড়ি কিংবা এই দামি গাড়ি, এতে আটকে গেছে আমার জীবন।

সময় কাটানোর জন্য অলস চোখ, আটকে থাকে টিভি পর্দায়। আমি ধুলোমাখা পথে হাঁটতে পারিনা, আমি দেখতে পারিনা অবাধ জোছনা। আমার বিত্ত আমাকে আটকে দিয়েছে ঠিক একটি বৃত্তের মধ্যে। চারপাশে বৃত্তের দেয়াল আটকে দিচ্ছে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন। আমি এই বৃত্ত হতে মুক্তি চাই।

আমি এই বিত্ত হতে মুক্তি চাই। কিংবা আমার কথাই ধরুন, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠা, সাতটা বাজতেই পৌছাতে হয় কারখানায়। পায়ের স্যান্ডেলগুলো ক্ষয়ে গেছে, ক্ষয়ে যাওয়া স্যান্ডেল আর ক্ষয়ে যাওয়া জীবন নিয়ে, হেটে চলি পিচঢালা পথে, জীবনের পথে। অভাব কেড়ে নিয়েছে আমার সুখ, আমার চিন্তায় জ্যোৎস্না নেই, বর্ষা নেই, নেই বৃষ্টির রিমঝিম শব্দ। আমার চিন্তায় আছে শুধু দুমুঠো ভাত।

আমার দারিদ্র্য আটকে দিয়েছে আমাকে, ঠিক একটি বৃত্তের মধ্যে। আমি মুক্তি চাই এই বৃত্ত থেকে। আমি মুক্তি চাই এই দারিদ্র্য থেকে। মানুষকে নিয়ে নতুন কোন কবিতা হয়না, প্রত্যেকটা মানুষই একটি মহান কবিতা। কবিতা তাই জীবন যাপন নিয়ে, জীবন যাপনের জন্য জীবন নয়, জীবনের জন্য জীবন যাপন।

বেরিয়ে আসতে হবে বৃত্ত থেকে, নয় কোন সীমারেখা, নয় কোন বন্ধন, দীপ্ত স্বাধীনতায় মুক্ত আমার এ জীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.