আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিমানবন্দর

আমি এখন আমেরিকাতে আছি। সামনের মাসে দেশে যাচ্ছি। আমার সাথে একজন পাকিস্তানী মহিলাও কাজ করেন। তিনিও দেশে যাচ্ছেন আমার এক সপ্তাহ আগে। তো একদিন এই দেশে যাওয়া নিয়েই কথা হচ্ছিল আমাদের মধ্যে।

উনি জানতে চাইলেন আমি কোন বিমানবন্দরে নামবো তার নামকি। আমি সাড়ে তিন বছর হয় এখানে আছি। এর মধ্যে তো কত কিছুই হল দেশের। আমি বলে ফেললাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু পরক্ষনেই নিজের ভুল স্বীকার করে বললাম যে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর।

উনি আমার কাছে এই নাম পরিবর্তনের কারণটা জানতে চাইলেন আমি বললাম তার কারণ । উনি বললেন এই নতুন নাম করণে কি লাভ হল। আমি বললাম কিছু হয় নাই জিনিষ সেই একই আছে। মধ্যে খান থেকে কতোগুলো টাকার ভোগে লাগলো আরকি। আপনারাও নিশ্চয় এই ব্যাপারে একমত হবেন আমার সাথে।

এই লাখ লাখ টাকা গুলোকে দিয়ে আমাদের দেশের উন্নয়নের কাজে লাগানো যেত। দেশের এমনিতেই কতো সমস্যা তার মধ্যে দেখা যায় যে সরকারের বদলের সাথে সাথেই নাম পরিবর্তনের হিড়িক পরে যায়। এইটার নাম ওইটার নাম পরিবর্তন করো। নাহলে যেন ক্ষমতার সঠিক ব্যবহার করা হয় না ! যে যখন ক্ষমতায় যায় তার মতো নাম রাখেন। আবার আরেকজন আসে, তিনি তার মতো নাম রাখেন।

এই নাম পরিবর্তনের রাজনীতি অনেক দিন থেকেই চলে আসছে। কিন্তু আর কত? এই কারনে যে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে তা দিয়ে কি আমাদের দেশের উন্নয়ন এর কাজে লাগানো যেত না? এই নাম পরিবর্তনের রাজনীতিতে পড়ে কবে যেনবা আমাদের এই প্রিয় দেশটির নামই পরিবর্তন হয়ে যায় !!!! বড় ভয় লাগে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.