অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
বিমানবন্দরের সাথে সখ্যতা হয় না আমার
হয়না শত্রুতাও
তুমি বা আমি, এখানেই বুঝি বদলে যাই
চোখে টইটুম্বুর খুশী নয়তো ছলকে ওঠে জল
অনুভূতি কেবলই চোখের ভাষায় কথা বলে ।
বিমানবন্দরের সাথে সখ্যতা হয় না আমার
হয়না শত্রুতাও
এখানেই মিলন স্মৃতি
এখানেই বিচ্ছেদগাঁথা
আমি চলে যাই
নতুবা তুমিই ফিরে আসো
হাতের অনবরত ছন্দময় ইশারায়
বাতাসে অবিরত হিল্লোল তুলে।
বিমানবন্দরের সাথে সখ্যতা হয়না আমার
হয়না শত্রুতাও
ফেলে যাও স্বজন
ফিরে পাই পরিজন
বাষ্পরুদ্ধ, বাকরুদ্ধ তুমি, আমি, আমরা
এখানেই খুঁজে পাই
ফের এখানেই হারাই
চাতক দৃষ্টি ভেসে যায় নি:সীম নীলে।
বিমানবন্দরের সাথে সখ্যতা হয়না আমার
হয়না শত্রুতাও
হাসি-কান্নার চক্রাকার পুনরাবৃত্তি
রিটার্ন টিকেটের সাথে মাখামাখি বুঝি
মার্বেলের মসৃণ মেঝেতে
আমার ধূসর প্রতিবিম্ব
কোন সুকন্ঠী নারীর যান্ত্রিক ঘোষনা ছাপিয়ে
তোমার পদশব্দ
মুখোমুখি আরেকবার তুমি,আমি, আমরা
এলে বুঝি অবশেষে
নাকি ফিরে যাচ্ছি
আমাদের ছোট নীড় তলে।
দৃশ্যের পুনরাবৃত্তি বারবার
এতো গমনাগমন
পারাপার
অপেক্ষা
কোলাহলে উৎকণ্ঠায়
উঁকিঝুঁকি
গমগমে ব্যস্ততায়
ঘনঘন নিঃশ্বাস
ধোঁয়া ওঠা কফিতে
টুপ করে মিশে যায় এক ফোঁটা জল
একদম অগোচরে
অনুভূতির ওলিগলি পার হই
এখানেই প্রতিবার
অথচ আজো
বিমানবন্দরের সাথে কোন সখ্যতা হয় না আমার
হয় না শত্রুতাও।
====================
কে.এল এয়ারপোর্ট ; মোবাইলে তোলা
মধ্যরাতের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ; মোবাইলে তোলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।