আমাদের কথা খুঁজে নিন

   

অতপর বুমেরাং.....

ছোটবেলায় মুগলি র্কাটুন দেখতে গিয়ে প্রথম পরিচয় বুমেরাং এর সাথে, অবাক হতাম আর ভাবতাম আমার যদি এরকম একটা অস্ত্র থাকত। অবশ্য বড় হতে হতে জেনে গেলাম বুমেরাং সদৃশ্য অস্ত্র নয় অনেকাংশই অদৃশ্য অস্ত্র হয়ে যায়। তো যাই হক্ বাংলাদেশে ১৯৭১ সালের পর থেকে বুমেরাং কালচার শুরু হয়ে গেছে... প্রথমেই ধরা যাক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কথা যে মানুষটি নিজের সারাটি জীবন একটি জাতিকে মুক্তি দেওয়ার জন্য কাজ করে গেলেন এবং অপরাধী দের ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখলেন । আর এটাই তার কাল হয়ে দাড়ালো । তার কয়কটি উক্তি এর মধ্যে একটি উক্তি আমার ভাল লাগে তা হলো যা আমি ভিক্ষা করে আনি আর চাটার গোষ্ঠী চাইটা খাইয় ফেলায় ........ ৭ কোটি কম্বল আনলাম আমার কম্বল কই? অতপর বুমেরাং..... দ্বিতীয় কর্নেল তাহের যিনি জিয়াকে মুক্ত করেছিলেন সফল সিপাহী বিপ্লবের মাধ্যমে, আমি এর কথাই বলছি।

যাকে জিয়া বলেছিলেন ‘ইউ আর মাই ব্রাদার ,ইউ আর মাই সেভার ’ যিনি ছিলেন প্রথম সেনা অফিসার যাকে ফাসী দেয়া হয়েছিল । অতপর বুমেরাং..... তৃতীয় লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান জিয়াউর রহমানের শাসনামলে সামরিক বাহিনীর মধ্যে যারা জিয়ার বিরোধীতা করত তাদের সাথে জিয়ার নির্মম ব্যবহারের কারণে জিয়ার অনেক সমালোচনা করা হত। যদিও জিয়া অনেক জনপ্রিয় ছিলেন, জিয়ার পুনর্বাসনে কয়েকজন আওয়ামী লীগের লোক তার প্রচুর বিরোধীতা করে। এসব বিক্ষোভের দূরকল্পনা থাকার পরেও জিয়া তার দলের স্থানীয় কর্মকর্তাদের মধ্যে এক ঘঠিত কলহ থামানোর জন্য ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর ৩০শে মে গভীর রাতে সার্কিট হাউসে বীর উত্তম মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন।

অতপর বুমেরাং..... ৪র্থ লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৩ খ্রিস্টাব্দে নির্বাচিত সরকারের অধীনে সেনাপ্রধানের দায়িত্ব পালন কালে তিনি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং সামরিক শাসন জারীর মাধ্যমে দেশ শাসন করেন। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুন:প্রবর্তনের উদ্দেশ্য ঘোষণা করে তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে সংসদীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করেন। এই নির্বাচনে তিনি স্বপ্রতিষ্ঠিত জাতীয় পার্টির ভোটপ্রার্থী হিসাবে অংশ গ্রহণ করেন এবং পরে ৫ (পাঁচ) বৎসরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯০ খ্রিষ্টাব্দে গণবিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থনের অভাবে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। যেদিন থেকে স্বৈরাচার..... অতপর বুমেরাং..... ৫ম বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়।

যা পরবর্তীতে ৯৬ এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। সকল বিরোধীদলের আপত্তির পর ও খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র ১৫ দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদের ও প্রধানমন্ত্রী ছিলেন।

প্রবল গণ আন্দোলন ও বর্হিবিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। অতপর বুমেরাং..... ষষ্ঠ শেখ হাসিনা ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন যা বর্তমানে অনেক দেশে ব্যবহার হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাঁর আন্দোলনে ( জামাত সহ) জয়ী হওয়ায় পরবর্তীতে তার দল জাতীয় নির্বাচনেও জয়লাভ করে এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অতপর বুমেরাং..... সপ্তম বেগম খালেদা জিয়া (পুরোন জিনিস নতুন মোড়কে) অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সাথে চারদলীয় ঐক্যজোট গঠন করে। ২০০১ সালের ১ অক্টোবর সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে।

খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়। অতপর বুমেরাং..... অষ্টম মইনুদ্দিন-ফকরুদ্দিন ভালই চলছিল জনগন ও পক্ষে ছিল... কিন্তু মাইনাস টু... দ্রব্যমূল্যের উর্দ্ধগতি... ছাত্র সংর্ঘষ অতপর বুমেরাং..... নবম শেখ হাসিনা (পুরোন জিনিস নতুন মোড়কে) ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রায় তিন-চতুর্থাংশ আসনে জয়লাভ করে। বিজয়ী দলের সংসদীয় দলের নেতা হিসেবে তিনি জানুয়ারি ৬, ২০০৯-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল আওয়ামী লীগ এই নির্বাচনে ২৬০টি আসন লাভ করে।

এরপর ই শুরু হয় নতুন অধ্যায় তত্ববধায় সরকার (বুমেরাং) যুদ্ধাপরাধীর বিচার (বুমেরাং) গনজাগরন মঞ্চ (বুমেরাং) ইমরান এইচ সরকার (বুমেরাং)+ নাস্তিক এবং সর্বশেষ ব্লগ ও ব্লগার এই সর্বশেষ কে নিয়ে আমার যত ভয় কারন নাস্তিকতা কি ? ব্লগ কি? এসব কিছুই জানত বাংলাদেশের ৯৮% মানুষ (নেট ব্যবহার কারীর অনুপাতে) কিন্তু আমার দেশ পত্রিকা ও সরকার এর বর্তমান পদক্ষেপ এর কারনে আস্তে আস্তে মানুষ নাস্তিকতা কি ? ব্লগ কি? এগুলো জানতে চাচ্ছে। এখন এই ব্লগ গুলো পড়ে মানুষ না আবার বুমেরাং হইয়া যায় । আসলে মানুষ বড়ই অদ্ভুত প্রানী তাইতো গ্যালিলিও .... প্রমিথিউস..... এর সৃষ্টি.... যাহা সত্য তা মানুষ আকড়ে ধরে ততক্ষন পর্যন্ত যতক্ষন তা সত্য থাকে, সত্য এর ভিত্তি নড়ে গেলেই সমস্যা। দেখা যাক নতুন অতপর বুমেরাং..... কি অপেক্ষা করছে আমাদের জন্য ....... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।