আমাদের কথা খুঁজে নিন

   

অতপর

তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি

সম্মানিত ব্লগার "চলছে চলবে" কে বলছি! আপনি কি কোন মায়ের সন্তান? অবশ্যই হ্যা (যদিনা মানব ইতিহাসের একমাত্র এক্সেপশন হয়ে থাকেন)। এখন আপনার এই মাকে ধরেন আমার মতো খারাপ একজন লোক অন্যলোকের সাথে জোর করে বিছানায় তুলে দিলো। এটা আপনি চোখে দেখেন নি (খুব স্বাভাবিক ভাবেই আমি আপনাকে সামনে রাখবো না)। কিন্তু আপনি জেনেছেন মানুষের কাছে, আর এটা সত্যি কারণ মানুষ আমার মুখে থুঁ দিয়েও এটা বলতে পারে, "তুই ব্যাটা ব্লগার "চলছে চলবে"র মায়েরে অনেক মানুষের সাথে বিছানায় তুলে দিয়ে বিড়ি টানছস মনের সুখে"। এটা জানার পরেও কি আপনি আমাকে আপনার আব্বাহুজুরেরও বাপের মতো শ্রদ্ধা করবেন? অবশ্য আপনি করবেন, কারণ মনে হচ্ছে আপনি সে-ই মানব ইতিহাসের একমাত্র এক্সেপশন যে কিনা নিজের জন্মদাত্রী মায়ের সাথেও দালালী করতে পারে। নিজের মায়ের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থেকে থাকলে একটা মিনিট থামেন নেক্সট পোস্টটা দেবার আগে, একটু ভাবেন। ভেবে বের করেন, আমি যে কথাটা বললাম সেটা কি একজন আওয়ামী লীগের সমর্থকের মতো শোনালো নাকি একজন বাংলামায়ের সন্তানের মতো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।