আমাদের কথা খুঁজে নিন

   

অতপর সামুতে ৭ বছর!

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে... অনেকদিন পর সামুতে এলাম। ইদানীং সামুতে খুব একটা আসা পড়ে না। এলেও ভিজিটর হিসেবেই ঢুঁ দিয়ে কিছু লিখা পড়েই চলে চাই। জীবনের ব্যস্ততা আমাকে যেন এক অন্য মানুষে পরিণত করেছে। মাঝে মাঝে নিজের আপন স্বত্ত্বাকেও মনে হয় মিস করি।

লিখালিখির সময়টাকে কোনভাবেই যেন আর গুছিয়ে উঠতে পারিনা। আজ যখন কোন এক অজানা কারনে সামুতে লগইন করলাম, দেখলাম সামুতে আমার লিখালিখির বয়স ৭বছর ৩মাস। বেশ খানিকটা অবাকই হলাম বটে! সময়তো একেবারেই কম হয়নি, কিন্তু সে তুলনায় খুব বেশী লিখালিখি করা হয়নি। একটু দুঃখবোধ হলো বৈকি! সামুতে অনেক ব্লগার আছেন, যারা আমার অনেক অনেক পরে লিখালিখি শুরু করেও লিখার সংখ্যায় আমাকে ছাঁড়িয়ে গেছেন অনেক আগেই। আপনি যদি তাদেরই একজন হয়ে থাকেন, তাহলে অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

যদিও আমি লিখার সংখ্যাটিকেই বড় করে দেখছিনা, তারপরেও মনে হয়েছে নিতান্তই খুব সাধারণ সাধুবাদ আপনার প্রাপ্য। আমার লিখালিখির ইচ্ছেটায় কোন ভাঁটা পড়েনি আজও, তাই সময় পেলেই কিছু একটা লিখার জন্য হাতটা নিশপিশ করে। সমস্যা হলো আমি বরাবরই আলোচিত বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে ব্যাপারগুলোকে আমার খুব বেশী এক ঘেঁয়ে মনে হয়। মনে হয় ক্রমাগত বিভিন্নজনের একই বিষয় নিয়ে লিখার কারণে পুরো ব্যাপারটাতেই একটা তেঁতো ভাব চলে আসে।

তাই নিজে কিছু লিখার ইচ্ছেটার অপমৃত্যুতে আমিও আর শোকাহত হইনা। যাইহোক অনেক বেশী বাজে বকবক করছি মনে হচ্ছে আজ। ৭ বছরের পূর্তিতে আমি নিজে বেশ আনন্দিত। যারা সামুতে আমার মতোই ৭ বছর ধরে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। গত কয়েক বছরে সামুতে অনেক ব্লগার এসেছেন, ব্যাপারটা আমার কাছে আর সবার মতোই বেশ স্পষ্ট, আর ব্যাপারটার অবশ্যসম্ভাবী ফলাফল হলো কিছু উদীয়মান ব্লগারদের আত্মপ্রকাশ।

শুভেচ্ছা আপনাদের সবাইকেও। আশা করছি আপনারও আপনাদের লিখার সুস্থ ধারা অব্যাহত রাখবেন। অনেক অনেক ভালো আর সুস্থ থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।